• দমদমে মদ্যপ যুবকের চোখ খুবলে নিল ব্যক্তি, গণপিটুনিতে মৃত
    আজকাল | ০৬ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: এবার শহর কলকাতায় মদ্যপ অবস্থায় থাকা এক যুবকের চোখ উপড়ে নিল এক ব্যক্তি। যুবক বর্তমানে চিকিৎসাধীন আর জি কর হাসপাতালে। অবস্থা সংকটজনক। 

     মদ্যপ অবস্থায় যুবকের চোখ উপরে নেওয়ার অভিযোগ স্থানীয় বাসিন্দা গোকুল মন্ডলের বিরুদ্ধে। এরপরেই উত্তেজিত জনতা চড়াও হয়ে মারধর করে গোকুল মন্ডলকে। পরে দমদম থানার পুলিশ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নিয়ে যায় দমদম পৌর হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় আরজি কর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনা ঘটেছে দক্ষিণ দমদম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের স্নেহ ছায়া আবাসন এলাকায়।

    ঘটনা সূত্রপাত আজ ভোরবেলা দক্ষিণ দমদম পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে। তিন নম্বর প্রমোদনগরে মদ্যপ যুবক প্রদীপ সরকার ওরফে বিল্লা নামে বছর ৪০-এর ওই যুবক হেঁটে যাওয়ার সময় ভারসাম্য হারিয়ে গোকুলের ঘরের দরজার সামনে এসে পড়ায় বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এরপরেই গোকুল মন্ডল মারধর করে প্রদীপ সরকারকে। অভিযোগ, বুকের উপর বসে চোখ উপড়ে নেওয়ার চেষ্টা করে। বলপূর্বক ঘরের ভেতরে ঢুকিয়ে নিয়ে যায় মদ্যপ যুবককে। এরপরই উত্তেজিত জনতা গোকুলের বাড়িতে চড়াও হয়। এরপর শুরু হয় গণপিটুনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে দমদম পৌর হাসপাতালে ওপরে আরজিকর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে ডাক্তারেরা। পাশাপাশি ওই মদ্যপযুবক চোখ উপড়ানো যুবক প্রদীপ সরকার আশঙ্কাজনক অবস্থায় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
  • Link to this news (আজকাল)