• ফের ধরা পড়ল 'ভূতুড়ে' ভোটার, জলপাইগুড়ির রাজগঞ্জে চাঞ্চল্য
    বর্তমান | ০৬ মার্চ ২০২৫
  • সংবাদদাতা, জলপাইগুড়ি: 'ভূতুড়ে' ভোটার নিয়ে তপ্ত রাজ্য রাজনীতি। এরই মাঝে জলপাইগুড়িতে অঘটন। জলপাইগুড়ির সুখানি পঞ্চায়েতের ১৮/১৩৪ নম্বর বুথে এক ব্যক্তির নাম ভোটার তালিকায় রয়েছে। তৃণমূলের ব্লক সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায়ের দাবি, তাঁর এবং তাঁর বাবার একই নাম। এমনকী তাঁদের নাম অসমের ভোটার তালিকাতেও রয়েছে। অরিন্দমের এই দাবির পরই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।


    একইভাবে মান্তাদারি পঞ্চায়েতে এক মহিলার নাম রয়েছে। অথচ ভোটার কার্ডে তাঁর ঠিকানা হেমতাবাদ। রাজগঞ্জে ১৮/১৩৪ নম্বর বুথে একজনের নাম রয়েছে, আবার তাঁরই নাম রয়েছে ১৮/১১৭ নম্বর বুথে। সবচেয়ে বেশি এই ধরনের ঘটনা ঘটেছে রাজগঞ্জের মান্তাদারি অঞ্চলের মহারাজঘাট এলাকায়। পরপর একাধিক নামে এমন গড়মিল থাকায় জেলাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
  • Link to this news (বর্তমান)