অয়ন ঘোষাল: মার্চের দ্বিতীয় সপ্তাহেই উষ্ণ আবহাওয়া। আগামী সপ্তাহে গরম বাড়বে। সোমবার থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। জানাল আলিপুর আবহাওয়া দফতর।
আপাতত শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গে। আগামী দু'দিনে আরো কিছুটা কমতে পারে তাপমাত্রা। আপাতত পরিষ্কার আকাশ। এ সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা নেই। জেলার দিকে খুব সকালে এবং সন্ধ্যে হালকা মনোরম আবহাওয়া। দিনের বেলায় উষ্ণতা বাড়বে। রাতে সামান্য অস্বস্তিকর আবহাওয়া হতে পারে।
আগামী ৪৮ ঘণ্টায় দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। কলকাতায় সর্বনিম্ন কুড়ি ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ ৩১ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে পারদ। সপ্তাহের শেষে অর্থাৎ, উইকেন্ডে ফের তাপমাত্রা বাড়বে। কলকাতায় ৩৩ থেকে ৩৪ এবং জেলায় ৩৬/৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছুঁতে পারে।
আজ দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস। কাল পুরোপুরি শুষ্ক আবহাওয়া। শুক্র ও শনিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সতর্কতা। বিক্ষিপ্তভাবে চার জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলায় শুষ্ক আবহাওয়া।
বৃষ্টির পরিমাণ বাড়বে শনিবার। চার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দার্জিলিং ও কালিম্পং জেলার সঙ্গে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতেও হালকা বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি মঙ্গলবার পর্যন্ত; দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা শুক্রবার ও রবিবার। বৃষ্টি হলেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না উত্তরবঙ্গের জেলায়। অন্তত তেমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।