মনোরঞ্জন মিশ্র: চলন্ত ট্রেনে আগুন! বক্সার-টাটানগর দানাপুর এক্সপ্রেস ট্রেনে আগুন (Buxar-Tatanagar Express Fire)। বুধবার দক্ষিণপুর আদ্রা ডিভিশনের অন্তর্গত আদ্রা-পুরুলিয়া (Purulia) শাখার উপর ছররা রেল স্টেশনের অদূরে ট্রেনের শৌচালয়ে আগুন লাগে বলে খবর। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কামরায়। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি।
খুব স্বাভাবিক ভাবেই এই ঘটনার জেরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকলের ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন দমকলকর্মীরা। ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিস। বক্সার-টাটানগর এক্সপ্রেসে ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। পুরুলিয়ার ছররা এলাকার কাছে ঘটনাটি ঘটে। সঙ্গে সঙ্গে ট্রেনটিকে দাঁড় করিয়ে দেওয়া হয়। ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে এই ঘটনার জেরে ফের একবার যাত্রীসুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
জানা গিয়েছে, বক্সার থেকে এদিন সাড়ে ৩টা নাগাদ টাটানগরের উদ্দেশে রওনা দেয় দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটি। ছররা এলাকার কাছে আসতেই ট্রেন থেকে কালো ধোঁয়া দেখতে পান যাত্রীরা। দ্রুত আতঙ্ক ছড়িয়ে পড়ে তাঁদের মধ্যে। আগুন লাগার বিষয়টি তখনও অবশ্য স্পষ্ট জানা যায়নি। যাই হোক, খবর ছড়িয়ে যেতেই দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত হয় সব পক্ষ। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলেই জানা গিয়েছে। এদিন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রেল সুরক্ষা বাহিনী।
প্রাথমিক তদন্তে রেলের অনুমান, শর্ট সার্কিটের জেরেই এমনটা ঘটেছে। ঘটনার জেরে সংশ্লিষ্ট রুটে এদিন বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।