• ভরা বাজারে ব্যক্তিকে পরপর কাটারির কোপ! ভয়ে সিঁটিয়ে থাকলেন দোকানিরা
    প্রতিদিন | ০৬ মার্চ ২০২৫
  • অসিত রজক, বিষ্ণুপুর: ভরা বাজারে কাটারি দিয়ে পরপর কোপ। শুধু তাই নয়, রক্তাক্ত কাটারি নিয়ে বাজারের মধ্যেই দাঁড়িয়ে থাকলেন অভিযুক্ত। ঘটনায় আতঙ্ক ছড়াল বাজারে থাকা লোকজনদের মধ্যে। প্রাণভয়ে সকলেই তফাতে চলে যায়। শেষপর্যন্ত পুলিশ গিয়ে ওই যুবককে পাকড়াও করে। বুধবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার জয়পুরের হিজলডিহা বাজার এলাকায়।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বাজারে নিজের দোকানে পেশায় বাইক মেকানিক দেবাশিস ঘোষ কাজ করছিলেন। সেসময় এলাকারই যুবক বনমালী মাঝি সেই দোকানের সামনে গিয়ে দাঁড়ান। এরপরেই সকলকে হতবাক করে কাটারি বের করে দেবাশিসকে আঘাত করেন। একের পর এক কোপে রক্তাক্ত হন ওই মেকানিক। ঘটনায় সকলেই আতঙ্কিত হয়ে পড়েন। বাজারের অন্যান্যরা প্রাণভয়ে ছোটাছুটি করতে থাকেন।

    স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় হিজলডিহা কামিনী বিদ্যামন্দিরে উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছিল। সেখানে একাধিক সিভিক ভলান্টিয়ার এবং পুলিশকর্মী ছিলেন। ওই ঘটনা দেখেও তাঁরা নীরব দর্শকের ভূমিকা পালন করেন বলে অভিযোগ। বনমালীর হাতে কাটারি দেখে ভয়ে কেউ তাঁর সামনে যেতে সাহস পাননি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে পাকড়াও করে। অনুমান, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। হিজলডিহা এলাকার বাড়িতে তিনি একাই থাকেন। কেন তিনি এমন কাজ করলেন? তাই নিয়েও বাসিন্দারা হতবাক হয়েছেন। আক্রান্ত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)