• ভোটমুখী বাংলায় বিজেপির রাশ থাকছে শাহের হাতেই? চলতি মাসেই আসতে পারেন বঙ্গ সফরে!
    হিন্দুস্তান টাইমস | ০৬ মার্চ ২০২৫
  • 'এক ব্যক্তি, এক পদ' নীতি অনুসরণ করে শীঘ্রই বিজেপির জাতীয় সভাপতি পদে বদলে যাবে পদাধিকারীর মুখ। জগৎ প্রকাশ নড্ডার পরিবর্তনে দায়িত্বে আসবেন অন্য কেউ। কিন্তু, তাতে বঙ্গ বিজেপিতে অন্তত শাহী প্রভাব এতটুকুও কমবে না। বিশেষ করে যেখানে বছর ঘুরলেই রাজ্যে ভোট, সেখানে সংগঠন থেকে শুরু করে নির্বাচনী রণকৌশল - সবেতেই চূড়ান্ত পথপ্রদর্শক হিসাবে থাকবেন সেই অমিত শাহই। এমনকী, শীঘ্রই নাকি বঙ্গ সফরেও আসবেন তিনি!

    উল্লেখ্য, মঙ্গলবার রাতেই নয়াদিল্লিতে অমিত শাহের বাসভবনে বৈঠক করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং পশ্চিমবঙ্গে দলের সহ-পর্যবেক্ষক অমিত মালব্য। সেই বৈঠকে কী কথা হয়েছে, তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন সুকান্ত ও মালব্য। কিন্তু সূত্রের দাবি, ওই বৈঠকেই শাহ বুঝিয়ে দিয়েছেন, বাংলা নিয়ে যা কিছু করার, তিনিই করবেন।

    প্রসঙ্গত, 'এক ব্যক্তি, এক পদ' নীতি মেনেই ২০২০ সালের জানুয়ারি মাসে বিজেপির জাতীয় সভাপতির পদ ছাড়তে হয় অমিত শাহকে। কারণ, দ্বিতীয় মোদী সরকারের আমল থেকেই তিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর সভাপতির পদ পান জে পি নড্ডা। কিন্তু, তথ্যাভিজ্ঞ মহল বলে, সেটা নাকি কেবলই নিয়মরক্ষা। আসলে দলের গুরুত্বপূর্ণ সমস্ত সিদ্ধান্ত শাহের পরামর্শ অনুসারেই নেন নড্ডা।

    এছাড়াও, পশ্চিমবঙ্গ-সহ বেশ কয়েকটি এমন রাজ্য রয়েছে, যেখানকার রাজনীতিতে বিজেপি নেতৃত্ব বাড়তি গুরুত্ব দেয়। এহেন পশ্চিমবঙ্গে আগামী বছরই অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। তাই, এই প্রেক্ষাপটে কোনও অবস্থাতেই বঙ্গ রাজনীতির রাশ নিজের হাত থেকে অন্য কারও হাতে ছাড়বেন না শাহ।

    এদিকে, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও বর্তমানে কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী। সুতরাং, তাঁকেও সাংগঠনিক পদ ছাড়তে হবে। তবে, তাঁর জায়গাতেও যিনিই আসুন না কেন, সেই ব্যক্তিকেও চলতে হবে শাহের কথা মেনেই। শোনা যাচ্ছে, এই পুরো বিষয়টিই নাকি মঙ্গলবারের বৈঠকে অমিত মালব্য ও সুকান্ত মজুমদাকে স্পষ্ট করে দিয়েছেন শাহ।

    আরও শোনা যাচ্ছে, ভোটের রণকৌশল স্থির করতে খুব শীঘ্রই বঙ্গ সফরে আসার সিদ্ধান্ত নিয়েছেন অমিত শাহ। সম্ভবত, চলতি মার্চ মাসের শেষেই এ রাজ্যে আসবেন তিনি। তবে, সেই সম্ভাব্য সফরের দিনক্ষণ এখনও পর্যন্ত স্থির হয়নি। সময় হলেই দলের পক্ষ থেকে এ নিয়ে ঘোষণা করা হবে বলেও দাবি সূত্রের।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)