উচ্ছেদ হতে হবে না, পাকা ঠিকানা পাবেন আদিগঙ্গার দখলদাররা, উদ্যোগী কলকাতা পুরনিগম
হিন্দুস্তান টাইমস | ০৬ মার্চ ২০২৫
সবকিছু ঠিকঠাক চললে, শীঘ্রই নিরাপদ ও স্থায়ী ঠিকানা পেতে চলেছেন আদিগঙ্গা বা টালিনালার পাড়ে বসবাসকারী দখলদাররা। তাঁদের জন্য 'বাংলার বাড়ি' প্রকল্পের আওতায় একাধিক আবাসন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরনিগম। সব মিলিয়ে ৭২টি ফ্ল্যাট তৈরি করে তা আদিগঙ্গার পাড়ের দখলদারদের মধ্যে বিলি করা হবে বলে জানা গিয়েছে।
সম্প্রতি কলকাতা পুরনিগমের মেয়র পারিষদদের একটি বৈঠকে এই নিয়ে আলোচনা হয়। এবং সেই বৈঠকে আদিগঙ্গার পাড়ে বসবাসকারী দখলদারদের উচ্ছেদ করার পরিবর্তে তাঁদের পুনর্বাসন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। মানবিকতার স্বার্থে এবং বাসিন্দাদের বাসস্থানের মৌলিক অধিকার রক্ষা করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি সূত্রের।
স্থির করা হয়েছে, মোট দু'টি জায়গায় এই আবাসনগুলি তৈরি করা হবে। যার মধ্যে - কালীঘাটের টালিনালার পাড়ে শশীশেখর বোস রো-এর বাসিন্দাদের জন্য আটটি ফ্ল্যাটবিশিষ্ট একটি চারতলা ভবন নির্মাণ করা হবে। অন্যদিকে, খিদিরপুরের অরফ্যানগঞ্জ বাজারের সামনে যাঁরা রয়েছেন, তাঁদের জন্য আলাদা করে চারটি চারতলা আবাসন নির্মাণ করা হবে। সেখানে সব মিলিয়ে থাকবে ৬৪টি ফ্ল্যাট।
এখানেই শেষ নয়। দখলদারদের পুনর্বাসন দেওয়ার পাশাপাশি আদিগঙ্গা দূষণমুক্ত করতে ও তার পাড় বরাবার সৌন্দর্যায়নের কাজ করতেও উদ্যোগী হয়েছে কলকাতা পুরনিগম কর্তৃপক্ষ।
এক্ষেত্রে স্থির করা হয়েছে, টালিনালার সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট ৭৮টি নিকাশিনালার মুখ বন্ধ করে দেওয়া হবে। বদলে সেগুলি নিকাশি পাম্পিং স্টেশন ও সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের সঙ্গে সংযুক্ত করা হবে। এর ফলে বিভিন্ন এলাকা থেকে আসা দূষিত ও আবর্জনাপূর্ণ জল আর টালিনালায় এসে পড়বে না। এতে দূষণে অনেকাংশেই রাশ টানা সম্ভব হবে।
টালিনালার আরও একটি সমস্যা হল - বাসিন্দাদের অসচেতনতা। অভিযোগ, অনেকেই টালিনালার জলে নিজেদের ব্যক্তিগত আবর্জনা ও জঞ্জাল ছুড়ে ফেলেন। টালিনালা পরিষ্কার করার পর যাতে আর এই ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট এলাকায় টালিনালার পাড় বরাবর উঁচু লোহার জাল লাগানো হবে। মাঝে যে সেতুগুলি থাকবে, সেগুলিকেও একইভাবে লোহার জালের ঘেরাটোপে আটকে দেওয়া হবে।
প্রসঙ্গত, ইতিমধ্যেই টালিনালা সংস্কার করতে ধাপে ধাপে পলি নিষ্কাষণের কাজ শুরু করে দেওয়া হয়েছে। দখলদারদের পুনর্বাসন দেওয়া হয়ে গেলে নতুন করে টালিনালার পাড় বাঁধানো হবে এবং সৌন্দর্যায়নের জন্য গাছ বসানো হবে। বাচ্চাদের জন্য খেলার পার্কও তৈরি করা হবে।
পাশাপাশি, ভূমিক্ষয় রোধ করতে আদিগঙ্গার পাড়ের ঢালে বিশেষ ধরনের ঘাস লাগানো হবে। পাশাপাশি, ইতিমধ্যেই টালিনালার ঘাটগুলিও সংস্কারের কাজ শুরু হয়েছে।