• দোলের আগেই গরমের ছ্যাঁকা? সপ্তাহান্তে কলকাতার তাপমাত্রা ছুঁতে পারে ৩৪ ডিগ্রি
    এই সময় | ০৬ মার্চ ২০২৫
  • দোলের আগে গরমের ছ্যাঁকা নয়। বরং ভোরের দিকে থাকবে শীতের হাল্কা শিরশিরানি। বেলা গড়ানোর সঙ্গে বাড়বে তাপমাত্রা এবং আপেক্ষিক আর্দ্রতা। আগামী চার-পাঁচ দিন তাপমাত্রার বিশেষ বদলের সম্ভাবনা কম। তবে চলতি সপ্তাহেই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।

    দোরগোড়ায় দোল উৎসব। চারিদিকে চলছে তার প্রস্তুতি। কিন্তু রঙের উৎসবে কি ভোল বদলাবে আবহাওয়া? চড়চড় করে বাড়বে তাপমাত্রার পারদ? উঠছিল প্রশ্ন। কিন্তু আমজনতাকে স্বস্তির বার্তা শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। রাতে এবং ভোরে মনোরম আবহাওয়া থাকবে। অর্থাৎ, বসন্তের আমেজেই সম্পূর্ণ হবে দোল উৎসব।

    বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা একধাক্কায় কমে ২০.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি সেলসিয়াস কম এবং বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি সেলসিয়াস কম। এ দিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৮ শতাংশ এবং সর্বনিম্ন ২৮ শতাংশ।

    শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাগুলির তাপমাত্রা কমেছে। আগামী ২৪ ঘণ্টায় আরও কমতে পারে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নতুন করে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। আপাতত পরিষ্কার থাকবে আকাশ। তবে উইকএন্ডে বাড়বে তাপমাত্রার পারদ। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।

    অন্যদিকে, শুক্রবার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টি হলেও আগামী ৪ থেকে ৫ দিন উত্তরবঙ্গের কোনও জেলাতেই তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না বলে জানা যাচ্ছে।

  • Link to this news (এই সময়)