• ২৬-এর আগে বাংলার পরিস্থিতি জানাতেই শাহের সঙ্গে সাক্ষাৎ সুকান্তের?
    এই সময় | ০৬ মার্চ ২০২৫
  • এই সময়: বাং‍লায় বিজেপির সাংগঠনিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার বিকেলে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং সহকারী কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্য।

    সূত্রের খবর, ২০২৬–এর বিধানসভা ভোটের রণকৌশল নিয়ে ওই বৈঠকে তাঁদের মধ্যে প্রাথমিক আলোচনা হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে চলতি মাসেই বঙ্গ–সফরে আসতে পারেন শাহ। সেখানেই তিনি নির্বাচনী রণকৌশলের ব্লুপ্রিন্ট তৈরি করে দিয়ে যাবেন বলে বিজেপি সূত্রে খবর।

    শাহের সঙ্গে বৈঠকের বিষয়বস্তু নিয়ে অবশ্য সুকান্তরা সংবাদমাধ্যমকে বিশদে কিছু বলতে চাননি। তবে সূত্রের খবর, ২০২৬–এর বিধানসভা ভোটের এক বছর আগে বঙ্গ–বিজেপির সাংগঠনিক পরিস্থিতি নিয়ে শাহ খোঁজখবর নিয়েছেন তাঁদের কাছে। বাং‍লার বর্তমান রাজনৈতিক আবহে তৃণমূলের বিরুদ্ধে কোন কোন ইস্যুতে সরব হতে হবে, সে বিষয়েও সুকান্তদের একটি গাইডলাইন তিনি দিয়েছেন।

    তবে সুকান্তকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘পার্টির কেন্দ্রীয় নেতৃত্বকে আমরা নিয়মিত রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ব্রিফ করি। কিন্তু সেটা আমাদের দলের অভ্যন্তরীণ বিষয়। প্রকাশ্যে কিছু বলা যাবে না।’ সুকান্ত জানিয়েছেন, চলতি মাসের শেষের দিকে অমিত শাহের পশ্চিমবঙ্গে আসার সম্ভাবনা আছে। সম্প্রতি দিল্লিতে শাহ একান্তে বৈঠক করেছিলেন বাংলার আর এক শীর্ষ বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গেও। যা থেকে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের ধারণা, ২০২৬–এ তৃণমূলের সঙ্গে জোরদার টক্করই দিতে চাইছেন শাহরা।

    বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগামী বিধানসভা ভোটে বাংলায় বিজেপির সম্ভাব‍না কেমন, তা বুঝতে শাহের নির্দেশে বিজেপির একটি প্রতিনিধি দল এ রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে গোপনে সমীক্ষা চলাচ্ছে। সম্প্রতি ভোট–সমীক্ষা করতে গিয়ে মেটিয়াবুরুজে তাঁদের স্থানীয়দের একাংশের বাধার মুখে পড়তে হয়েছে বলেও জানা গিয়েছে। বিজেপির এক কেন্দ্রীয় নেতার কথায়, ‘মাসখানেকের মধ্যেই বাংলায় ভোটের আবহ তৈরি করতে ভিন রাজ্য থেকে গেরুয়া নেতাদের আনাগোনা শুরু হয়ে যাবে। তার আগে সুকান্ত–শুভেন্দুদের সঙ্গে আলাদা আলাদা ভাবে কথা বলে এবং নিজেদের মতো করে গোপন সমীক্ষা চালিয়ে শাহরা বাং‍লায় বিজেপির সাংগঠনিক পরিস্থিতিটা আঁচ করতে চাইছেন।’

    এ দিকে, রাজ্য বিজেপির একাংশ চাইছে, কেন্দ্রীয় নেতৃত্বের মুখ চেয়ে বসে না থেকে নিজেদের শক্তি জানান দিতে। তাই সবার আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক ভবানীপুরেই নিজেদের শক্তি জানান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। দলীয় সূত্রে খবর, কলকাতা পুরসভার ৭৩ নম্বর ওয়ার্ডে একটি পার্টি অফিস খোলার পরিকল্পনা করেছেন শুভেন্দু অধিকারীরা। এই ওয়ার্ডের বাসিন্দা স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। সব কিছু ঠিকঠাক থাকলে এপ্রিলেই এই বিজেপি অফিসের উদ্বোধন করার কথা শুভেন্দুর।

  • Link to this news (এই সময়)