আজকাল ওয়েবডেস্ক: ঘুমের ঘোরে একটি যাত্রীবোঝাই টোটোকে পিছন থেকে ধাক্কা লরি চালকের। মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হল টোটো চালক, দুই ব্যবসায়ীর। গুরুতর আহত আরও একজন। স্থানীয় বাসিন্দারা আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য গাজোল স্টেট জেনারেল হাসপাতালে পাঠান। তাঁর অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি স্থানান্তরিত করা হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।
ঘটনাটি ঘটেছে গাজোল থানার অন্তর্গত দেওতলা গ্রাম পঞ্চায়েতের কুলিপুকুর এলাকায় ৫১২ নং জাতীয় সড়কে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মৃতরা হলেন মাছ ব্যবসায়ী নিজামুদ্দিন শেখ (৫৫), বাড়ি খলম্বা এলাকায়, ললিত ভুইমালি (৬০), বাড়ি কাজিপাড়া এলাকায়, টোটো চালক আলতাফ হোসেনের (৪২), বাড়ি দেওতলা এলাকায়। অন্যদিকে গুরুতর আহত হয়েছেন শামসুদ্দিন শেখ (৬০)। জানা যাচ্ছে, তিনি সবজি ব্যবসায়ী। বাড়ি পদ্মপুকুর এলাকায়।
স্থানীয়দের দাবি, ভোরবেলায় টোটোতে করে তিন ব্যবসায়ী আসছিলেন গাজোলে, কর্মস্থলে। পদ্মপুকুর এলাকায় একটি লরি পিছন থেকে ধাক্কা মারে টোটোয়। ঘটনাস্থলে মৃত্যু হয় তিনজনের। আহত হয় আরও এক ব্যবসায়ী। দুমড়ে মুচড়ে যায় টোটোটি। দুর্ঘটনার পর চম্পট দেয় লরির চালক। ঘটনার খবর দেওয়া হয় গাজোল থানার পুলিশকে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় গাজোল থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসা হয় গাজোল স্টেট জেনারেল হাসপাতালে। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন মৃতের পরিবারের সদস্যরা।