• বর্ধমানে আস্তানা গাড়ার ছক ‘জেহাদি’দের?! স্থানীয়রা পরিচয়পত্র চাইতেই শূন্যে গুলি ছুড়ে চম্পট
    প্রতিদিন | ০৬ মার্চ ২০২৫
  • অর্ক দে, বর্ধমান: ফের বাংলায় পরিচয় লুকিয়ে ঘাঁটি গাড়ার চেষ্টা ‘জেহাদি’দের! স্থানীয়রা সতর্ক হয়ে পরিচয়পত্র দেখতে চাইতেই শূন্যে গুলি ছুড়ে চম্পট দিল হিন্দিভাষী পাঁচ ‘দুষ্কৃতী’। বুধবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পূর্ব বর্ধমানের শক্তিগড়ে। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বর্ধমান পুলিশ। তবে তারা জঙ্গি নাকি ভিনরাজ্যে অপরাধ করে পালিয়ে আসা দুষ্কৃতী, তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাসিক মাত্র ৪ হাজার ৮০০ টাকার বিনিময়ে শক্তিগড়ের হিরাগাছি এলাকার বাসিন্দা পেশায় চিকিৎসক বিনয় ঘোষাল হালদারের আত্মীয়ের বাড়ি ভাড়া নিয়েছিল হিন্দিভাষী কয়েকজন যুবক। বাড়িতে চারজনের থাকার কথা ছিল। সেইমতো বুধবার একটি চারচাকা গাড়িতে চেপে মালপত্র নিয়ে হাজির হয়েছিল তারা। গুছিয়েও বসেছিল তারা। বিকেলের দিকে স্থানীয়দের সন্দেহ হওয়ায় বাড়িতে গিয়ে যুবকদের পরিচয়পত্র দেখতে চায়। তারা জানায়, “এখন ব্যস্ত আছি। একটু পরে দেখাচ্ছি।” সেই কথা শুনে ফিরে গিয়ে তারা বাড়ির মালিকের আত্মীয় ওই চিকিৎসককে ফোন করেন। তিনি বিষয়টি দেখছেন বলে জানান।

    এর মধ্যে ওই যুবকরা মালপত্র গুছিয়ে নিয়ে পাড়া ছাড়ার উদ্যোগ নেয়। স্থানীয়রা আটকানোর চেষ্টা করলে দ্রুত বেগে গাড়ি চালিয়ে দেয়। কিন্তু শক্তিগড় স্টেশনের কাছে রেলগেট পড়ে যাওয়ায় তারা আটকে যায়। ইউ টার্ন করে পালানোর সময় একটি ট্রাক্টরে ধাক্কা মারে। স্থানীয়রা আটকানোর চেষ্টা করলে শূন্যে গুলি ছোড়ে। ফের অন্য রুট ধরে পালানোক চেষ্টা করলে আবার বাধার মুখে পড়ে। সেই সময়ও গুলি ছোড়ে। সবমিলিয়ে প্রায় চার রাউন্ড গুলি ছোড়া হয় বলে স্থানীয়দের অভিযোগ। যদিও পুলিশের তরফে গুলি চালানোর বিষয়টি নিশ্চিত করে জানানো হয়নি। এই বিষয়ে শক্তিগড় থানায় জানানো হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। গাড়িটির খোঁজে বিভিন্ন পয়েন্টে নাকা চেকিং বসিয়েছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)