২০২৪ সালের ২২ মে রাজ্যের প্রায় ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে কলকাতা হাইকোর্ট। ২০১০ সালের পরে তৈরি হওয়া সমস্ত সার্টিফিকেট বাতিল করেছিল উচ্চ আদালত। হাইকোর্ট নির্দেশ দেয়, ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশন অ্যাক্ট, ১৯৯৩ অনুযায়ী OBC-দের নতুন তালিকা তৈরি করতে হবে। সেই তালিকা বিধানসভায় পেশ করে চূড়ান্ত অনুমোদন নিতে হবে। সেই নির্দেশ এখনও পর্যন্ত না মানার কারণে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা গ্রহণ করল হাইকোর্ট।
কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ আগামী ১২ মার্চ দুপুর দুটোয় এই মামলার শুনানিতে রাজ্যের মুখ্য সচিবকে ভার্চুয়াল মাধ্যমে আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, ওবিসি সার্টিফিকেট নিয়ে হাইকোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সুপ্রিম কোর্টে গিয়েছে। সেখানে এই রায়ে স্থগিতাদেশ দেওয়া হয়নি। দেশের শীর্ষ আদালতে মামলাটির শুনানি চলছে। তার পরেও কেন হাইকোর্টের নির্দেশ কার্যকর করতে রাজ্য অনীহা দেখাচ্ছে তা নিয়ে ক্ষুব্ধ ডিভিশন বেঞ্চ।
গত বছর হাইকোর্টের রায়ে জানানো হয়েছিল, ২০১০ সালের পর থেকে ওবিসি শংসাপত্র প্রাপকদের যে তালিকা তৈরি করা হয়েছে, তা ১৯৯৩ সালের ব্যাকওয়ার্ড ক্লাস আইনের পরিপন্থী। ওবিসি তালিকা পুরোপুরি আইন মেনে তৈরি করা হয়নি। নির্দিষ্ট সমীক্ষা না করেই, নির্দিষ্ট তথ্য ছাড়াই কারা ওবিসি, তা ঘোষণা করা হয়েছে।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে মূল মামলাটি বিচারাধীন থাকলেও ৬ জানুয়ারি দায়ের হওয়া একটি মামলা খারিজ করে দেয় শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানায়, ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা নিয়ে হাইকোর্ট যা রায় দিয়েছে তাতে হস্তক্ষেপ করা হবে না। সেক্ষেত্রে মূল মামলার ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে সংশয় তৈরি হয়।