শিশুমৃত্যু ঘিরে ধুন্ধুমার লাটাগুড়িতে। টিকা দেওয়ার পরই শিশুমৃত্যুর অভিযোগ ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় বৃহস্পতিবার সকালে। রণক্ষেত্রের চেহারা নেয় লাটাগুড়ি-ময়নাগুড়িগামী জাতীয় সড়কের ক্রান্তি মোড় এলাকা। হইহট্টগোল, মারামারি, দীর্ঘ সময় জাতীয় সড়ক অবরোধ, সরকারি বাসে ভাঙচুরের মতো ঘটনা ঘটে। মাঝ রাস্তায় পোড়ানো হয় টায়ার।
লাটাগুড়ি গ্রামপঞ্চায়েত এলাকার সুস্বাস্থ্যকেন্দ্র থেকে বুধবার দেড় মাসের ওই শিশুকে টিকা দেওয়া হয়। অভিযোগ, কবিতা অধিকারী ও কৌশিক অধিকারীর ওই শিশুকন্যা ভ্যাকসিন নেওয়ার পরই অসুস্থ হয়ে পড়ে এবং মৃত্যুও হয়।
এই ঘটনায় সুস্বাস্থ্যকেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এ দিন এলাকার লোকজন, আত্মীয়স্বজন জাতীয় সড়ক আটকে শিশুর দেহ নিয়ে বিক্ষোভে সামিল হন। খবর পেয়ে ক্রান্তি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ আসতেই ক্ষোভে ফুঁসে ওঠেন স্থানীয় বাসিন্দারা। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।
পরে মেটেলি থানা, মাল থানা থেকে পুলিশের বিশাল টিম আসে। জলপাইগুড়ির অ্যাডিশনার এসপির নেতৃত্বে আরও পুলিশ হাজির হয় ঘটনাস্থলে। এই ঘটনায় মালের ব্লক স্বাস্থ্য আধিকারিক দীপঙ্কর কর বলেন, ‘শিশুটি প্রিম্যাচিওর ছিল। তাকে সমস্ত নিয়ম মেনেই টিকা দেওয়া হয়েছিল।’