• নদিয়ায় গ্যাস সিলিন্ডার বোঝাই গাড়ির পিছনে লরির ধাক্কা, দুর্ঘটনায় জখম ২
    এই সময় | ০৬ মার্চ ২০২৫
  • নদিয়ার শান্তিপুর ১২ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডার বোঝাই ছোট মালবাহী গাড়ির পেছনে দ্রুত গতির লরির ধাক্কা। ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ।

    পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে শান্তিপুর থানার কন্ধ খোলা এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের পাশে একটি গ্যাস সিলিন্ডার বোঝাই মালবাহী ছোট গাড়ি দাঁড়িয়েছিল। হটাৎ পিছন থেকে দ্রুতগতিতে একটি পণ্য বোঝাই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ওই গাড়ির পেছনে ধাক্কা মারে।

    গ্যাস সিলিন্ডার বোঝাই গাড়িটি রাস্তার ওপর উল্টে যায়। জাতীয় সড়কের উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে সিলিন্ডারগুলি। পাশাপাশি লরির ধাক্কায় গ্যাস সিলিন্ডার ভর্তি গাড়িটির ব্যাপক ক্ষতি হয়।

    এই ঘটনায় মালবাহী গাড়িতে থাকা দু’জন জখম হন। তাদের উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় শান্তিপুর ট্রাফিক পুলিশ। লরি চালক গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে রানাঘাটে পুলিশের হাতে ধরা পড়েন।

    দুর্ঘটনাগ্রস্ত গ্যাস সিলিন্ডার বোঝাই গাড়ি চালক জানান, প্রথমে গাড়িতে ধাক্কা মেরে অনেকটা টানতে টানতে নিয়ে যায়। বেগতিক বুঝে পালিয়ে যান পণ্যবাহী লরির চালক। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের দাবি, গাড়িটিতে গ্যাস ভর্তি সিলিন্ডার ছিল। বিস্ফোরণ হলে বড় দুর্ঘটনা ঘটতে পারত।

  • Link to this news (এই সময়)