• মালদায় শিক্ষকদের মারধর, ৯ জনকে চিহ্নিত করল সংসদ, কঠিন শাস্তির মুখে পড়তে হতে পারে
    এই সময় | ০৬ মার্চ ২০২৫
  • পরীক্ষার হলে ঢোকার আগে চেকিংয়ে আপত্তি। এই নিয়ে বুধবার উচ্চ মাধ্যমিকের আগে তুলকালাম বাধে মালদার বৈষ্ণবনগরে। পরীক্ষার্থীদের হাতে আক্রান্ত হতে হয় স্কুলের শিক্ষক, শিক্ষিকাদের। এ নিয়ে এ বার কড়া পদক্ষেপের পথে সংসদ। সংসদ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ দেখে সাত জনের রোল নম্বর চিহ্নিত করেছে তারা। দু’জনকে শনাক্ত করা গিয়েছে। তবে তাদের রোল নম্বর বা অন্যান্য গুরুত্বপূর্ণ নথি সংসদ জোগাড় করছে। শুনানি করে এই ৯ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সংসদ। প্রয়োজনে পরীক্ষা বাতিলের সিদ্ধান্তও নেওয়া হতে পারে।

    বৈষ্ণবনগর থানার চামগ্রাম হাইস্কুলে কান্দিটোলা হাইমাদ্রাসা, চর সুজাপুর হাইস্কুল এবং পারলালপুর হাইস্কুলের পড়ুয়াদের উচ্চ মাধ্যমিকের সিট পড়েছে। বুধবার উচ্চ মাধ্যমিক শুরুর আগে মেন গেটের সামনে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের তল্লাশি চালাচ্ছিলেন কয়েকজন শিক্ষক। সংসদের যে নির্দেশ, তা মেনেই তল্লাশি চলছিল। তাতেই পরীক্ষার্থীদের একাংশ আপত্তি জানায়।

    অভিযোগ, এর পরই রণমূর্তি ধারণ করে ওই পরীক্ষার্থীদের একাংশ। স্টাফ রুমে ঢুকে স্কুলের শিক্ষক এবং এক বিশেষ ভাবে সক্ষম শিক্ষিকাকে মারধর করা হয়। ওই শিক্ষিকার হাত ভেঙে যায় বলেও অভিযোগ ওঠে। সেই ঘটনায় বুধবারই পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেছিলেন, ‘পরীক্ষার সময় চেকিংটা খুব স্বাভাবিক একটা পদ্ধতি। আমাদের ২ হাজার ৮৯টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। পশ্চিমবঙ্গের কোথাও এমন ঘটনা ঘটেনি। এই একটিতেই হলো। এ সব ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স পলিসিতে বিশ্বাসী।’

    এর পরই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জেলাশাসকের তত্ত্বাবধানে তদন্ত শুরু হয়। তথ্য যাচাই করে শুনানি করবে সংসদ। সেখানে সবপক্ষ হাজির থাকবে। প্রয়োজনে পুরো পরীক্ষা বাতিল হতে পারে কিংবা ইংরেজি পরীক্ষা বাতিল হতে পারে বা অন্য কোনও নির্দেশও দিতে পারে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

  • Link to this news (এই সময়)