• বাইক দুর্ঘটনার কবলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, হাসপাতালে বসেই দিল পরীক্ষা  ...
    আজকাল | ০৬ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে বাইক থেকে পড়ে আহত হল এক পরীক্ষার্থী। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের কুনারপুর অঞ্চলের চককিশোরপুর এলাকায়। আহত ছাত্রীর নাম সোমা দোলাই। বাড়ি পাকুড়সেনি অঞ্চলের তেঁতুলিয়া এলাকায়। 

    পরিবার সূত্রে জানা গিয়েছে, আহত ওই ছাত্রী নারায়ণগড় ব্লকের পাকুড়সেনি গণভারতী শিক্ষানিকেতনের ছাত্রী। তার পরীক্ষার কেন্দ্র পড়েছে গোপীনাথপুর হাইস্কুলে। ছাত্রীর ভাই লক্ষীকান্ত দোলাই জানিয়েছেন, বৃহস্পতিবার তার দিদি, সোমার ক্রপ নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট পরীক্ষা ছিল। সকালে বাড়ি থেকে বাইকে দিদিকে নিয়ে গ্রামীণ সড়ক ধরে গোপীনাথপুর হাইস্কুলের দিকে যাওয়ার সময় কুনারপুর অঞ্চলের চককিশোর এলাকায় হঠাৎই বাইকের সামনে একটি বিড়াল চলে আসে। 

    বাইকের ব্রেক কষার পর মোটরবাইক থেকে ছিটকে পড়ে যায় সোমা দোলাই। মাথায় চোট লাগায় ঘটনাস্থলে সংজ্ঞাহীন হয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা তড়িঘড়ি ওই ছাত্রীকে উদ্ধার করে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আঘাত পাওয়ায় কেন্দ্রে গিয়ে তার পক্ষে পরীক্ষা দেওয়া সম্ভব ছিল না। তাই স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে হাসপাতালেই তার পরীক্ষার ব্যবস্থা করা হয়। সেই মতো হাসপাতালে বসেই আহত ওই ছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল।

     
  • Link to this news (আজকাল)