• তৃণমূলের 'ভূতুড়ে' ভোটার বাছাই কমিটির প্রথম বৈঠক, অনুপস্থিত রইলেন অভিষেক ব্যানার্জি...
    আজকাল | ০৬ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের কর্মিসভায় দলীয় নেতা-কর্মীদের ভোটার তালিকা সংশোধন নিয়ে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করার নির্দেশ দিয়েছিলেন তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি। রাজ্য সভাপতি সুব্রত বক্সীর নেতৃত্বে একটি কমিটিও গঠন করে দিয়েছিলেন। সেই কমিটি বৃহস্পতিবার বৈঠকে বসেছিল। কিন্তু বৈঠকে ছিলেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। 

    ২৭ ফেব্রুযারি মমতার তৈরি করা কমিটিতে রয়েছেন অভিষেকও। এদিনের বৈঠকে অভিষেকের অনুপস্থিতি আবার নতুন করে জল্পনার সৃষ্টি করেছে। যদিও সেই সব বিষয়কে পাত্তা দিতে চাইছে না দলের শীর্ষস্থানীয় নেতারা। তাঁদের বক্তব্য, এদিনের বৈঠকের শুরুতেই জানিয়ে দেওয়া হয়েছিল আগামী ১৫ মার্চের বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন অভিষেক। সেই বৈঠকে রাজ্য কমিটির সকল সদস্য, সব জেলা সভাপতি এবং সংগঠনের নেতৃত্বকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

    গত বৃহস্পতিবারের কর্মিসভার বৈঠকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের উদ্দেশ্যে লক্ষ্য স্থির করে দিয়েছেন মমতা। এর মধ্যে অন্যতম ভোটার লিস্ট থেকে ভূতুড়ে ভোটার খুঁজে বার করা। মমতা সেদিন বলেছিলেন, ভোটের আগে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করতে হবে ভোটার লিস্ট নিয়ে। সভামঞ্চে দাঁড়িয়ে পাতার পর পাতা প্রমাণ তুলে ধরে জানান, বিরাট গোলমাল ভোটার লিস্টে।  মমতার বক্তৃতার ঠিক আগেই বক্তব্য রেখেছিলেন অভিষেক। তাঁকে ধরেই ভোটার লিস্ট নিয়ে কাজ করার কমিটি তৈরি করা হয়েছিল। সেই কমিটির বৈঠকে অভিষেক কেন রইলেন না? তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে দলের অন্দরেই।
  • Link to this news (আজকাল)