• 'ছি ছি ছি রে ননী ছি', জনপ্রিয় এই ওড়িয়া গান এবার ঢুকে পড়ল বাংলার রাজনৈতিক তরজায়...
    আজকাল | ০৬ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: সামাজিক মাধ্যমে ভাইরাল ওড়িয়া গান এবার রাজ্য রাজনীতির ময়দানে। সম্প্রতি ৪৮৮৮টি ভুয়ো জন্ম শংসাপত্র দেওয়ার অভিযোগ উঠেছে নদিয়ার হাঁসখালি ব্লকের বগুলা ২ গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। এই পঞ্চায়েত বিজেপি পরিচালিত। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে গানের সঙ্গে তাল মিলিয়ে ছড়া বানিয়ে পোস্টার মারা হল। অভিনব এই প্রতিবাদে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

    জানা গিয়েছে, বুধবার সকালে এই পঞ্চায়েত এলাকার দেওয়ালে দেওয়ালে সাদা কাগজের ওপর কালো কালিতে লেখা বেশ কিছু পোস্টারে 'ছি ছি ছি রে ননী ছি' লিখে পঞ্চায়েতের বিরুদ্ধে সমালোচনা করা হয়েছে। যা নজরে আসে এলাকাবাসীর। যদিও প্রধান সুস্মিতা বিশ্বাস বর্মণ বলেন, 'আমি এই বিষয়ে কিছুই জানি না। যা করার সচিব করেছেন।' তাঁকে অন্ধকারে রেখেই এই কাজ করা হয়েছে বলে প্রধানের দাবি। স্থানীয় নেতা পলাশকুমার বিশ্বাসের অভিযোগ, পয়সার বিনিময়ে এই কাজ করা হয়েছে। 

    এই ঘটনার জেরে গত ২১ ফেব্রুয়ারি বগুলা ২ পঞ্চায়েতের পঞ্চায়েত সচিব-সহ চারজনকে গ্রেপ্তার করা হয়। একসময় এই পঞ্চায়েত ছিল তৃণমূলের দখলে। পরে চালকের আসনে বসে বিজেপি।‌ জন্ম শংসাপত্রের এই ঘটনা সামনে আসার পর প্রতিবাদে তৃণমূল মুখর হয়। অবশেষে ভাইরাল ওড়িয়া গানও হল প্রতিবাদের মাধ্যম।
  • Link to this news (আজকাল)