বড়বাজারে বেসরকারি সংস্থার অফিসে ডাকাতির অভিযোগ, ১৫ লক্ষ টাকা নিয়ে চম্পট দুষ্কৃতীদের...
আজকাল | ০৬ মার্চ ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: কলকাতায় দুঃসাহসিক ডাকাতি। অভিযোগ, বড়বাজারের একটি বেসরকারি সংস্থার অফিসে ঢুকে মালিকের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে মারধর করে ডাকাতরা। তারপর তাঁর হাত–পা বেঁধে ফেলে প্রায় ১৫ লক্ষ টাকা লুট করে চম্পট দেয়। এই ঘটনায় ইতিমধ্যেই বড়বাজার থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ সূত্রে খবর, বড়বাজারের সিনাগগ স্ট্রিটের একটি বহুতলের পাঁচতলায় এই ডাকাতির ঘটনা ঘটে। প্রসঙ্গত, ওই বহুতলে বেশ কয়েকটি সংস্থার অফিস রয়েছে। সোমবার সন্ধের দিকে তখন বেশিরভাগ অফিসই ছিল ফাঁকা। এই সুযোগে তিন জন যুবক ওই অফিসের সামনে আসে। বড়বাজার থানা এবং লালবাজারের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা ওই অফিসের সিসিটিভি ফুটেজ দেখে জানতে পেরেছেন, তিন জন ডাকাতের মধ্যে দু’জনের মাথায় সাদা টুপি ও একজনের মাথায় লাল টুপি ছিল। প্রথমে একজন অফিসের ভিতরে যায়। এরপর ঢোকে অন্য দু’জন। মিনিট দশেক পর তিন জনকেই হাতে ব্যাগ নিয়ে বের হতে দেখা যায়।সংস্থার মালিক ও এক কর্মচারীকে বড়বাজার থানায় ডেকে জিজ্ঞাসাবাদ চলছে।
অফিসের মালিকের অভিযোগ, সোমবার বিকেলে তার অফিসে এক জনই কর্মচারী ছিলেন। সেই সময় দু থেকে তিন জন এসে ভয় দেখিয়ে প্রায় ১৫ লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে। তবে ডাকাতির ধরন নিয়ে পুলিশের মনে সন্দেহ রয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান এটি জালিয়াতির ঘটনা। ঘটনার তদন্ত চলছে।