• কসবা কাণ্ডে নয়া মোড়, গ্রেপ্তার আরও ১
    আজকাল | ০৬ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: কসবা কাণ্ডে এবার চাঞ্চল্যকর তথ্য, পুলিশি তদন্তে এলো উঠে, গ্রেপ্তার হলো আরো এক ব্যক্তি।লালবাজার সূত্রে খবর, লোন করা ও  রিকভারি এজেন্ট চঞ্চল মুখোপাধ্যায়কে এবার গ্রেপ্তার করা হয়েছে। প্রথমে বেশ কয়েকবার তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ হয়, এরপর গতকাল তাঁকে রাতে গ্রেপ্তার করা হয়েছে। সূত্রের খবর, তিনি আত্মহত্যার প্ররোচনা পর্যন্ত দিয়েছিলেন।

    লালবাজার সুত্রে আরও খবর, পুলিশে জিজ্ঞাসাবাদে চঞ্চলের বিবৃতি অনুযায়ী, তিনি অর্থের বিনিময়ে পিএনবি থেকে ১০ লাখ টাকার ঋণের ব্যবস্থা করেছিলেন। 

    অন্যদিকে মামা মামিকে আগামী ১২ তারিখ পর্যন্ত পুলিশি হেফাজত দেওয়া হয়েছে। কারণ তাঁর সম্পত্তি জনিত কারণে একটি জমি নিয়ে মূলত বিবাদ। সোমনাথের ছোট্ট শিশুর দুবার অপারেশন হয়ে গিয়েছিল পুনরায় আবার অপারেশন এবং তার জন্য মোটা অংক টাকার লোন। সেই লোন পরিষদের জন্য জমি বিক্রি করতে চায় কিন্তু মামা মামি রাজি হয় না। তা নিয়েই বেশ কিছুদিন ধরে বিবাদ চলছিল। ওই জমি মূলত শরিকি জমি ছিল মামা মামির সাথে যুক্ত। এমনটাই জানা যাচ্ছে স্থানীয় এবং পুলিশ সূত্রে।
  • Link to this news (আজকাল)