• ভ্যাকসিন নেওয়ার পরই হাঁচি, নাক-মুখ দিয়ে রক্ত! দেড়মাসের মেয়েকে হারিয়ে 'বিস্ফোরক' মা...
    ২৪ ঘন্টা | ০৬ মার্চ ২০২৫
  • অরূপ বসাক: দেড়মাসের এক শিশুকন্যার মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে মালবাজার মহকুমার লাটাগুড়ির ক্রান্তি মোড়ে। শিশুটির মা কবিতা রায়ের বিস্ফোরক অভিযোগ, ভ্যাকসিন নেওয়ার কারণেই অসুস্থ হয়ে পড়ে তাঁর সুস্থ মেয়ে। ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়াতেই মেয়ের মৃত্যু হয়েছে। 

    হতভাগ্য মায়ের অভিযোগ, গতকাল ক্রান্তি মোড় এলাকার একটি স্বাস্থ্যকেন্দ্র থেকে তাঁর দেড়মাসের মেয়েকে ভ্যাকসিন দেওয়া হয়। সেই সময় মেয়ে পুরোপুরি সুস্থ ছিল। কিন্তু, রাতে মেয়ের জ্বর আসে। তিনি জ্বরের ওষুধ খাওয়ান। এর কিছুক্ষণ পর থেকেই তাঁর মেয়ে জোরে জোরে হাঁচি দিতে থাকে। ওই শিশুকন্যার নাক-মুখ দিয়ে রক্ত, কফ বেরিয়ে আসে। এরপরই তাঁর একরত্তি মেয়ে ঝিমিয়ে পড়ে। 

    তাঁরা তৎক্ষণাৎ গাড়ি ভাড়া করে মেয়েকে নিয়ে জলপাইগুড়ি মেডিক্যালের মাদার অ্যান্ড চাইল্ড বিভাগে নিয়ে আসেন। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাঁর দেড়মাসের মেয়েকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের দাবি, ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণেই এই ঘটনা ঘটেছে। 

    এই ঘটনার প্রতিবাদে এদিন লাটাগুড়ির ক্রান্তি মোড় এলাকায় পথ অবরোধ শুরু করেছে মৃত শিশুর পরিবার। তাঁদের দাবি তাঁদের সন্তানের মৃত্যুর সঠিক তদন্ত চাই। যদিও জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিকরা এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।

    Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

  • Link to this news (২৪ ঘন্টা)