• গঙ্গাসাগরে মৃত ৩০-৩৫ ব্যক্তির নাম ভোটার লিস্টে! জোর চাঞ্চল্য...
    ২৪ ঘন্টা | ০৬ মার্চ ২০২৫
  • নকিব উদ্দিন গাজী: গঙ্গাসাগরে মৃত ৩০-৩৫ ব্যক্তির নাম ভোটার লিস্টে! তাই নিয়ে জোর চাঞ্চল্য। শুরু রাজনৈতিক তরজা। সম্প্রতি জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভূতুড়ে ভোটার লিস্ট উঠে এসেছে। একাধিক জেলার ভোটার লিস্টে এখনও পর্যন্ত জীবিত রয়েছে মৃত ব্যক্তিরা। এবার সেই ভূতুড়ে ভোটার লিস্ট উঠে এল গঙ্গাসাগরে।

    গঙ্গাসাগরের রামকরচর গ্রাম পঞ্চায়েতের ৫৯ নম্বর বুথের ভোটার লিস্টে ৩০ থেকে ৩৫ জন মৃত ব্যক্তিদের নাম এখনও পর্যন্ত ভোটার লিস্টে রয়েছে। এছাড়াও ২০ থেকে ২৫ জন এমন ব্যক্তির নাম ভোটার লিস্টে রয়েছে, যাঁরা আর এলাকায় থাকেন না। এমনকি অনেক ভোটার, তাঁরা কর্মসূত্রে রাজ্যের বিভিন্ন জেলায় চলে গিয়েছে ১০ থেকে ১২ বছর আগে। কিন্তু তাঁদের নামও রয়েছে ভোটার লিস্টে। এমনকি এমন বহু ব্যক্তির নাম রয়েছে ভোটার লিস্টে, যাঁদের কেউ ৪ বছর আগে আবার কেউ ১০ বছর আগে মারা গিয়েছে।

    মৃত ব্যক্তিদের নাম ভোটার লিস্টে থাকা নিয়ে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গাসাগরে। প্রসঙ্গত, নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা মিটের মঞ্চ থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ভূতুড়ে ভোটার লিস্ট নিয়ে সরব হতে দেখা গিয়েছে। ভোটার লিস্টে কারচুপি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা। বিরোধীদের অভিযোগ, শাসকদল ভোটার লিস্টে কারচুপি করেছে। শাসকদলের পালটা অভিযোগ, বিজেপি সরকার ভোট বৈতরণী পার হওয়ার জন্য-ই ভোটার লিস্টে কারচুপি করেছে।

    এখন ভোটার লিস্টে 'জীবিত', কিন্তু সরকারি খাতায়-কলমে মৃত, এরকম একজন হলেন প্রফুল্ল রানা। তাঁর স্ত্রী মিনতি রানা বলেন, গত ৪ বছর আগে আমার স্বামী মারা গিয়েছে। সরকারি কাগজপত্রও রয়েছে। কিন্তু ভোটার লিস্টে আমার স্বামী জীবিত। বিষয়টি আমার কাছে বোধগম্য হচ্ছে না। মিনতি রানার মতো মৃত কাশীনাথ রানার স্ত্রী বৈশাখী রানাও অভিযোগ করেছেন যে, ১০ বছর আগে আমার স্বামী মারা গিয়েছে, সরকারি কাগজপত্রও রয়েছে। কিন্তু ভোটার লিস্টে দেখলাম আমার স্বামীর নাম রয়েছে। এই বিষয়টি নিয়ে পঞ্চায়েতের সদস্যকে জানালে, পঞ্চায়েত সদস্য বলেন, ভোটার লিস্টের নাম থাকবে! এখন কাটা যাবে না!

    এ বিষয়ে স্থানীয় বাসিন্দা নান্টু কুমার বেড়া দাবি করেন, ভোটার লিস্টের এই নামের মাধ্যমে দুর্নীতি হচ্ছে। এর সঙ্গে কালোবাজারি যুক্ত রয়েছে। ভোটার লিস্টে নাম থাকার কারণে তো ওই ব্যক্তির নামে রেশন আসছে! তাহলে সেই রেশন যাচ্ছে কোথায়! আমরা বারবার প্রশাসনকে জানিয়েছি, কিন্তু কোনও লাভ হয়নি।

    এপ্রসঙ্গে মথরাপুর বিজেপির সংগঠনিক জেলা কনভেনার অরুণাভ দাস বলেন, তৃণমূলের সম্পদ এই ভূতুড়ে ভোটার। ভোটে সন্ত্রাস এবং এই ভূতুড়ে ভোটেরদের জেরেই তৃণমূল নির্বাচনে জয়লাভ করেছে। আমরা চাইব ভোটার লিস্ট সংশোধন করা হোক। ভোটার লিস্ট সংশোধন করা হলে, এই সরকারের পতন অনিবার্য।

    যদিও এই বিষয়ে গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান ও সাগর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ পাত্র বলেন, বিজেপি সরকার এজেন্সি দ্বারা ভোটার লিস্টে কারচুপি করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে সরব হয়েছেন। আমরাও চাই ভোটার লিস্ট সংশোধন করা হোক।

  • Link to this news (২৪ ঘন্টা)