• 'সেদিন ইন্দ্রানুজের সঙ্গে শিক্ষামন্ত্রীর...' , যাদবপুরকাণ্ডে নয়া মোড়...
    ২৪ ঘন্টা | ০৬ মার্চ ২০২৫
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যাদবপুরকাণ্ডে নয়া মোড়। সেদিন ইন্দ্রানুজ রায়ের সঙ্গেও কথা হয়েছিল ব্রাত্য় বসুর! তাহলে কেন শিক্ষামন্ত্রী গাড়ির আটকানোর চেষ্টা? প্রশ্ন উঠছে।

    যাদবপুরকাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখাতে গিয়ে জখম ইন্দ্রানুজ। যাদবপুরের KPCমেডিক্যাল কলেজে ভর্তি তিনি।   চোখে আঘাত লেগেছে। বাম ছাত্র সংগঠনের দাবি, ওই পড়ুয়াকে নাকি পিষে দিতে গিয়েছিল শিক্ষামন্ত্রী গাড়ি! অথচ সেদিন ডেপুটেশন নিয়ে বাইরে আসার পর সেই ইন্দ্রানুজের সঙ্গেই কথা হয়েছিল শিক্ষামন্ত্রীর। ভিডিয়ো স্পষ্ট দেখা যাচ্ছে, দীর্ঘক্ষণ ধরে কথা বলছেন দু'জনে।

    SFI নেতা সৃজন ভট্টাচার্যের বলেন, 'ব্রাত্য বসু কথাটথা বসে আমি দেখলাম পিছনের দিকে ঘুরলেন না, অন্যদিকে গেলেন। অন্তত যাওয়ার চেষ্টা করলেন। বাকি যাঁরা তৃণমূলের নেতা, তাঁরাও তো একটা অন্য দিকে যাওয়ার চেষ্টা করলেন। তার মানে ব্রাত্য বসু পিছনে গাড়ি ছিল, পিছনে ঢুকে গিয়েছিলেন, পিছনে বেরিয়ে গেলেন'। তাঁর প্রশ্ন, 'ইন্দ্রানুজ পিছনে ছিল, সামনে এল কখন?' 

    এর আগে, মঙ্গলবার দবপুরকাণ্ডে জখম  ইন্দ্রানুজের খোঁজ নেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।  ইন্দ্রানুজের বাবা অমিত রায় নিজেই জানিয়েছেন, 'শিক্ষামন্ত্রী কাল সন্ধেয় ফোন করেছিলেন। ইন্দ্রানুজের খোঁজ খবর নিয়েছেন কেমন আছে। বলেছেন, তিনি এটা চাননি। তাঁকে খুব কষ্ট দিচ্ছে। ইন্দ্রানুজ বাড়ি এলে ফোনে কথা বলবেন'। 

    Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

  • Link to this news (২৪ ঘন্টা)