• হালতু কাণ্ডের ছায়া বোলপুরে, ঋণের বোঝা টানতে না পেরে চরম সিদ্ধান্ত যুগলের!
    প্রতিদিন | ০৬ মার্চ ২০২৫
  • দেব গোস্বামী, বোলপুর: হালতু কাণ্ডের ছায়া বোলপুরে। ঋণের বোঝা টানতে না পেরে অপমানে আত্মঘাতী দম্পতি। নদীর ধার থেকে অচৈতন্য অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। মৃত্যু হয় দু’জনেরই। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের বোলপুরের লাভপুরে।

    জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম লক্ষ্মণ মুখোপাধ্যায়। বয়স ৫২ বছর। তাঁর স্ত্রী বনশ্রী মুখোপাধ্যায়। বীরভূমের লাভপুরের বাবনা গ্রামের বাসিন্দা তাঁরা। লক্ষ্মণ পেশায় ছিলেন দিনমজুর। নুন আনতে পান্তা ফুরোনো সংসার। অভাবের সংসারের হাল ধরতে সাঁইথিয়া, আমোদপুর, বোলপুর-সহ বিভিন্ন জায়গার ৫ টি বেসরকারি সংস্থার কাছ থেকে লোন নিয়েছিলেন ওই দম্পতি। কিন্তু পরিশোধ করতে পারছিলেন না। সেই কারণে লোন সংস্থার তরফে চাপ বাড়তে থাকে। দম্পতিকে দিনের পর দিন অপমান করা হয়। এমনকী, ঘরে তালা ঝুলিয়ে দেওয়ার চেষ্টাও করা হয় বলে অভিযোগ। সেই অপমানের জেরেই নাকি চরম সিদ্ধান্ত।

    স্থানীয় সূত্রে খবর, ওই দম্পতি একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন। বুধবার দুপুরে স্বামী-স্ত্রী দু’জনকে পাশের গ্রামের বক্রেশ্বর নদীর ধারে বসে বিষ খান। এরপর নিজেরাই নাকি বাড়িতে ফোন করে জানান যে, চালে দেওয়া বিষ খেয়ে আত্মহত্যা করছেন। তড়িঘড়ি পরিবারের সদস্যরা ছুটে গিয়ে দু’জনকে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সন্ধ্যায় তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
  • Link to this news (প্রতিদিন)