দোলের আগে স্লগ ওভারে ব্যাটিং শীতের! স্বাভাবিকের চেয়ে নামল তাপমাত্রা
প্রতিদিন | ০৬ মার্চ ২০২৫
নিরুফা খাতুন: দোলের আগে স্লগ ওভারে ব্যাটিং শীতের! স্বাভাবিকের চেয়ে সামান্য নিচে নামল দিন-রাত্রের তাপমাত্রা। কলকাতার পারদ নেমেছে কুড়ির ঘরে। তবে বসন্ত আর শীতের এই পার্টনারশিপ ক্ষণস্থায়ী। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, আগামিকাল অর্থাৎ শুক্রবার থেকে পারদ চড়বে। সপ্তাহান্তে তাপমাত্রা ছুঁতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াস।
বৃহস্পতিবার জেলার দিকে খুব সকাল এবং সন্ধ্যেয় মনোরম আবহাওয়া। তবে আগামিকাল থেকে দিনের বেলায় উষ্ণতা বাড়বে। রাতেও সামান্য অস্বস্তিকর হতে পারে আবহাওয়া। আজ কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রি। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.২ ডিগ্রি। আগামী সপ্তাহের শুরুতেই কলকাতার তাপমাত্রা ফের ৩৪-৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। জেলায়-জেলায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলতে পারে বলে অনুমান আবহাওয়া দপ্তরের। ১০ মার্চ থেকে তাপমাত্রা আরও অনেকটা বাড়বে।
শুক্রবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। শুক্রবার থেকে সোমবার পর্যন্ত দার্জিলিঙে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। সম্ভাবনা বেশি দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায়। বৃষ্টির পরিমাণ বাড়বে শনিবার। চার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দার্জিলিং ও কালিম্পং জেলার সঙ্গে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতেও হালকা বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হলেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না আগামী ৪-৫ দিনে।