খাস কলকাতায় ভুয়ো পরিচয়ে ৫০ লক্ষ লুট! আসল ব্যক্তি সামনে আসতেই আতান্তরে স্বর্ণ ব্যবসায়ী
প্রতিদিন | ০৬ মার্চ ২০২৫
অর্ণব আইচ: খাস কলকাতায় স্বর্ণ ব্য়বসায়ীর থেকে নগদ ৫০ লক্ষ টাকা লুট! ভুয়ো পরিচয় দিয়ে ব্যবসায়ীর থেকে লক্ষ, লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পার্ক স্ট্রিট থানা এলাকায়।
জলপাইগুড়ির এক ব্যবসায়ী কলকাতার স্বর্ণ ব্যবসায়ীর থেকে ৫০লক্ষ টাকা পেতেন। তিনি সেই টাকা ফেরৎ চান। কলকাতার ব্যবসায়ী বৃহস্পতিবার টাকা নিয়ে যেতেন বলেন। কিন্তু উত্তরবঙ্গের ব্যবসায়ী জানান, তিনি কলকাতায় আসতে পারবেন না। নিজের বিশ্বস্ত লোককে পাঠাবেন। কিন্তু তাঁকে কলকাতার ব্যবসায়ী চিনবেন কী করে? তা নিয়ে দুই ব্যবসায়ীর আলোচনাও হয়। এদিন টাকা নিয়ে তৈরি ছিলেন কলকাতার ব্যবসায়ী।
সেই মতো শহরের ব্যবসায়ীর দোকানের ঠিকানায় হাজির হন এক ব্যক্তি। তিনি টাকা চান। প্রমাণস্বরূপ ওই ব্যক্তি জলপাইগুড়ির ব্যবসায়ীর কোম্পানির লোগো হোয়াটসঅ্যাপে দেখান। কোনও সহেন্দ না হওয়ায় ওই ব্যক্তিকে ৫০ লক্ষ টাকা দিয়ে দেন ব্যবসায়ী।
টাকা দেওয়ার বিষয়টি জলপাইগুড়ির ব্যবসায়ীকে জানানোর মধ্যেই আরও এক ব্যক্তি এসে টাকা চান। অবাক ব্যবসায়ী বলেন, জলপাইগুড়ির ব্যবসায়ীর লোক বলে পরিচয় দেওয়া একজনকে তিনি টাকা দিয়ে দিয়েছেন। এরপরই ভুল ভাঙে তাঁদের। উত্তরবঙ্গে ফোন করে জানা যায়, দ্বিতীয় ব্যক্তিটিকেই পাঠিয়েছেন জলপাইগুড়ির ব্যবসায়ী। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে পার্ক স্ট্রিট থানায় যায় স্বর্ণ ব্যবসায়ী।
ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন, বিপুল নগদ নিয়ে যাওয়া ব্যক্তিটি জানলেন কী করে ওই ব্যবসায়ী টাকা দেবেন? জলপাইগুড়ির ব্যবসায়ীর লোগো তাঁর কাছে এল কী করে? তিনি কি ওই ব্যবসায়ীর অফিসে কাজ করেন? উত্তরবঙ্গের ব্যবসায়ী এই ঘটনার সঙ্গে জড়িত কি না, সেই প্রশ্নও উঠছে। সব দিক খতিয়ে দেখছে পুলিশ।