শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নজিরবিহীন অশান্তির ঘটনায় তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য ও এসএফআই নেতা সৃজন ভট্টাচার্যের তরজা অব্যাহত। ভিডিও, ছবি, সাংবাদিক সম্মেলন, সোশাল মিডিয়ায় পোস্ট, পালটা পোস্টে সরগরম রাজ্য রাজনীতি। বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় আরও একটি পোস্ট করে দেবাংশু লিখেছেন, ‘আমি যে ৫টা প্রশ্ন ছুড়েছিলাম, সাংবাদিক সম্মেলনে প্রিয় সৃজনদা দেড়খানা প্রশ্নেরও উত্তর দিতে পারেননি। সামনাসামনি বসে দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাক!’
শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার সম্মেলনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপর হামলা, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ইন্দ্রানুজ রায়ের আহত হওয়ার ঘটনা ও তার পরবর্তীতে অশান্তির ঘনঘটা। সবমিলিয়ে উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর। এসএফআই দাবি করে, শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত হয়েছেন ছাত্র ইন্দ্রানুজ। এছাড়াও তৃণমূলের বহিরাগতদের বিশ্ববিদ্যালয়ে ঢোকা-সহ একাধিক অভিযোগ তুলেছেন সৃজন ভট্টাচার্যরা। তারপরই সাংবাদিক সম্মেলন করে পাঁচটি প্রশ্নে ছুড়ে দেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য।
দেবাংশুর পাঁচটি প্রশ্ন
১. ওয়েবকুপার অধ্যাপক, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও তাঁর সঙ্গে থাকা কয়েকজন ছাড়া তৃণমূলের কোনও বহিরাহত বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করলে এসএফআই সেই ছবি সামনে আনুক।
২. শিক্ষামন্ত্রী ব্রাত বসুর হাতে বাম ও অতিবাম সংগঠনগুলির ছাত্রদের হাত থেকে স্মারকলিপি নিলেও, সৃজনরা কেন মিথ্যাচার করলেন? (তার স্বপক্ষে ছবি দেখিয়েছেন দেবাংশু)
৩. যে ছবি দেখিয়ে বলা হচ্ছে ইন্দ্রানুজ শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় পড়ে আহত হয়েছেন, সেই ‘স্ন্যাপ’ ছবির আসল ভিডিও কোথায়?
৪. এসএফআইয়ের দাবি, চোখের উপর দিয়ে গাড়ির টায়ার চলে গিয়েছে। তাহলে তাঁর নাক, কপাল ও গালের হাড় ভাঙল না? শুধু চোখে আঘাত লাগল? তা কী করে সম্ভব?
৫. ইন্দ্রানুজ পুরনো একটি ভিডিওতে দাবি করেছেন, এসএফআই লাশ ফেলে দেওয়ার হুমকি দিচ্ছে? (সেই ভিডিও দেখিয়েছেন দেবাংশু। তবে ভিডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল) তাঁর আহত হওয়ার ঘটনায় সিপিএম ছাত্র সংগঠনের হাত নেই তো? ইন্দ্রানুজ ঘোষিত মাওবাদী হওয়ার পর কেন এসএফআই তাঁর পাশে দাড়াচ্ছে?
দেবাংশুর ৩ নম্বর প্রশ্ন অর্থাৎ ইন্দ্রানুজ শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় পড়ে আহত হয়েছেন, সেই ছবির আসল ভিডিও কোথায়? তাঁর উত্তরে একটি ভিডিও দেখিয়ে সৃজনের ফের দাবি, শিক্ষামন্ত্রীর গাড়িতেই আহত হয়েছেন ইন্দ্রানুজ। যদিও ফুটেজটিতে গাড়িটির পিছনের অংশ দেখা গিয়েছে। যে ছবিটি দেবাংশু দেখিয়ে প্রশ্ন তুলেছেন, তা সামনের অংশের। ফলে কার্যত দেবাংশুর তোলা প্রশ্নের উত্তর বুধবারও মেলেনি। ছবিতে কিছুই স্পষ্টভাবে চেনা যায়নি।
দেবাংশুর পাঁচ নম্বর প্রশ্ন অর্থাৎ ইন্দ্রানুজ ঘোষিত মাওবাদী হওয়ার পর কেন এসএফআই তাঁর পাশে দাড়াচ্ছে? তাঁর উত্তরে সৃজনের জবাব, “ইন্দ্রানুজের রাজনৈতিক পরিচয় এখানে মূল বিষয় নয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া হিসাবে তিনি ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে পথে নেমেছিলেন। এই ঘটনায় যদি টিএমসিপির কেউ শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় পড়তেন, আমরা তাঁর পাশেও দাঁড়াতাম।” বাকি প্রশ্নগুলির উত্তর দেননি সৃজন।
তারই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দেবাংশু পোস্ট করে লেখেন, ‘সব থেকে বেস্ট হয় সৃজনদা একদিন কোনও চ্যানেল বা পোর্টালে মুখোমুখি বসুক। একদম ১:১। সঙ্গে সঞ্চালক! রোজ একটা করে প্রেস কনফারেন্স, পালটা প্রেস কনফারেন্স করে লাভ নেই। দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাক!’