গোবিন্দ রায়: বিধায়কদের শপথগ্রহণকে কেন্দ্র করে আইনি লড়াইয়ে জড়িয়েছেন রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল সি ভি আনন্দ বোস ও প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই বিষয়টি মোটেই কারও জন্যই সুখকর নয় বলে মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি কৃষ্ণা রাও। আইনি পথে না হেঁটে চায়ে পে চর্চায় বসে বিষয়টি মিটিয়ে নেওয়ার পরামর্শও দেন তিনি।
লোকসভা নির্বাচনের সময় বাংলার দুটি আসন বরানগর ও ভগবানগোলা বিধানসভা আসনে উপনির্বাচন হয়। তাতে জয় লাভ করেন তৃণমূলের দুই প্রার্থী। এরপরই শপথগ্রহণ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। সেই সময় খোদ মুখ্যমন্ত্রী-সহ তৃণমূলের চারজন রাজ্যপালের ভূমিকার সমালোচনায় সরব হয়েছিলেন। তারপরই মুখ্যমন্ত্রী-সহ চারজনের বিরুদ্ধে মামলা করেন রাজ্যপাল। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে বিচারপতি কৃষ্ণা রাও চায়ে পে চর্চায় সমস্যা সমাধানের পরামর্শ দেন।
এপ্রসঙ্গে মুখ্যমন্ত্রীর এক আইনজীবী বলেন, আদালতের পরামর্শে তাঁদের কোনও সমস্যা নেই। তবে বিষয়টি নির্দেশনামায় উল্লেখ করা হলে ভালো হয়। তাতে বিচারপতি জানিয়েছে, আপাতত এটা মৌখিক পরামর্শ। প্রয়োজনে নির্দেশ দেওয়া হবে। এদিকে মুখ্যমন্ত্রীর আরেক আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “চায়ে পে চর্চায় কোনও সমস্যা নেই। কিন্তু রাজনৈতিক ব্যক্তিদের আরও সহনশীল হওয়া দরকার।” পালটা দেন রাজ্যপালের আইনজীবীও। আগামী ৯ এপ্রিল মামলার পরবর্তী শুনানি।