• মিঠুনের বিরুদ্ধে পুলিশি তদন্তে স্থগিতাদেশ হাইকোর্টের
    হিন্দুস্তান টাইমস | ০৬ মার্চ ২০২৫
  • বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস সরকারের পুলিশের দায়ের করা প্ররোচনামূল বক্তব্যের অভিযোগের তদন্তে স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। শুক্রবার মিঠুন চক্রবর্তীর আবেদনে সাড়া দিয়ে আদালত জানিয়েছে, তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ।

    ২০২৪ সালের ২৭ অক্টোবর বিধাননগরে বিজেপির সদস্যতা অভিযানে যোগদান করে মিঠুন বলেন, ‘২০২৬এ মসনদ আমাদের। আর সেজন্য যা করতে হয় আমরা করব। যা করতে হয় মানে যা করতে হয়।’

    এই বক্তব্যের জন্য মিঠুনের বিরুদ্ধে প্ররোচনামূলক ভাষণের অভিযোগ দায়ের করে বিধাননগর কমিশনারেট। সেই মামলায় রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন প্রবাদপ্রতীম এই অভিনেতা। সেই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ ঘটনার পুলিশি তদন্তে স্থগিতাদেশ জারি করেছেন। সঙ্গে জানিয়েছেন, এই মামলায় মিঠুনের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)