• আইনে কি ভরসা নেই? একের পর এক আদালত অবমাননার অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে
    হিন্দুস্তান টাইমস | ০৬ মার্চ ২০২৫
  • ওবিসি শংসাপত্র সংক্রান্ত মামলায় হাইকোর্টে ফের ভর্ৎসনার মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আদালতের নির্দেশের ৯ মাস পরেও কেন প্রায় ১২ লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল হল না তার জবাবদিহি চেয়ে রাজ্যের মুখ্যসচিবকে হাজিরা দিতে বলল আদালত। রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ গ্রহণ করে বিচারপতিদের মন্তব্য, আদালতের নির্দেশ কার্যকর করতে রাজ্য সরকারের কোনও ইচ্ছা রয়েছে বলে মনে হচ্ছে না। আদালতের এই পর্যবেক্ষণ যে একেবারেই তথ্যনিষ্ঠ তা প্রমাণ করছে গত কয়েক মাসের রাজ্যের বিরুদ্ধে হওয়া একের পর এক আদালত অবমাননার মামলা।


    পড়তে থাকুন - 'স্কুলে ঝাঁট দিতে হয় পড়ুয়াদেরই', ‘তৃণমূল নেতা’ প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

    ২০২৪ সালের ২২ মে এক ঐতিহাসিক রায়ে রাজ্যে ২০১০ সাল থেকে জারি হওয়া যাবতীয় ওবিসি সার্টিফিকেট বাতিল বলে ঘোষণা করে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। আদালত জানায়, এক্ষেত্রে ওবিসি চিহ্নিত করার ক্ষেত্রে পদ্ধতি মানা হয়নি। সংশ্লিষ্ট সংস্থাকে উপেক্ষা করে নিজেদের ইচ্ছা মতো সার্টিফিকেট বিলি করেছে রাজ্য সরকার। তবে এই রায়ে ইতিমধ্যে যারা এই সার্টিফিকেটের ভিত্তিতে চাকরি করছেন তাদের চাকরির ওপর প্রভাব ফেলবে না বলেও জানিয়ে দেয় আদালত।

    হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। কিন্তু এই মামলায় হাইকোর্টের রায়ে আজ পর্যন্ত কোনও স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। ওদিকে হাইকোর্টের নির্দেশ কার্যকর করে ওবিসি সার্টিফিকেট বাতিলও করেনি রাজ্য সরকার। হাইকোর্টের রায় কার্যকর না হওয়ায় ৯ মাস পর রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের হয়। সেই আবেদন গ্রহণ করেছে বিচারপতি চক্রবর্তী ও বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ। মামলা গ্রহণ করে ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, আদালতের নির্দেশ কার্যকর করার কোনও ইচ্ছা রাজ্য সরকারের আছে বলে মনে হয় না।

    এর পরই এই মামলায় কেন আদালতের নির্দেশ কার্যকর করে ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়নি তার জবাবদিহি চেয়ে মুখ্যসচিব মনোজ পন্থকে ভার্চুয়ালি আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ১২ মার্চ দুপুর ২টোয় হাজিরা দিতে হবে তাঁকে।


    তবে এবারই প্রথম নয়, মাসদুয়েক আগেআদালতের নির্দেশের পরেও যোগ্য প্রার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়োগ না দেওয়ায় রাজ্যের স্কুল শিক্ষা কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করল কলকাতা হাইকোর্ট। রাজ্যের স্কুল শিক্ষা কমিশনারের বিরুদ্ধে রুল জারি করে তাঁকে আদালতে তলব করেন বিচারপতি রাজাশেখর মান্থা। 

    গত ২৮ ফেব্রুয়ারি ফের একটি মামলায় আদালতের ভর্ৎসনার মুখে পড়ে রাজ্য। অভিযোগ, আদালতের নির্দেশের পরেও বাম জমানায় প্যানেলভুক্ত চাকরিপ্রার্থীদের নিয়োগ দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই মামলায় রাজ্য সরকারের ২ আধিকারিক বিচারপতি রাজাশেখর মান্থাকে হলফনামায় আলাদা তথ্য দেন। এতে ২ জনকেই তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)