ভুয়ো ভোটার ধরতে দলের বৈঠকে গরহাজির, আলাদা বৈঠক ডাকলেন অভিষেক
হিন্দুস্তান টাইমস | ০৬ মার্চ ২০২৫
গত বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের অন্দরে মমতা - অভিষেক সংঘাতে প্রলেপ দেওয়ার চেষ্টা পঞ্চত্ব পেল সপ্তাহ ঘুরতে না ঘুরতেই। ওই সভায় ভুয়ো ভোটার ধরতে মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে দেওয়া কমিটির বৈঠকে বৃহস্পতিবার গরহাজির রইলেন অভিষেক নিজে। যদিও কমিটিতে দ্বিতীয় নামটিই ছিল তাঁর। ওদিকে আগামী ১৫ মার্চ দলের জেলা সভাপতিদের নিয়ে অভিষেক বৈঠক করবেন বলে এদিনের বৈঠক শেষে ঘোষণা করেন সুব্রত বক্সি। এর পর স্পষ্ট হয়ে যায়, তৃণমূলের পুরনোপন্থীদের সঙ্গে বৈঠকে বসতে নারাজ অভিষেক। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
পড়তে থাকুন - 'স্কুলে ঝাঁট দিতে হয় পড়ুয়াদেরই', ‘তৃণমূল নেতা’ প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ
গত বৃহস্পতিবারের বৈঠকে রাজ্যে ভুয়ো ভোটার চিহ্নিত করতে ৩৬ জনের কমিটি গঠন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কমিটিতে দ্বিতীয় নাম ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার ছিল সেই কমিটির প্রথম রিভিউ মিটিং। দেখা যায় বৈঠকে প্রায় সবাই হাজির থাকলেও হাজির নেই অভিষেক নিজে। এছাড়া তাঁর অনুগামী বলে পরিচিয় দেবাংশু ভট্টাচার্য ও ডেরেক ওব্রায়েনকেও বৈঠকে দেখা যায়নি। অভিষেকের অনুপস্থিতি নিয়ে যখন জল্পনা চলছে তখনই জানা যায়, বৈঠকের শেষে তৃণমূলের রাজ্য সভাপতির হাতে একটি চিরকুট দিয়ে যান কেউ। সেই চিরকুট পড়ে তিনি বলেন, আগামী ১৫ মার্চ দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা সভাপতিদের সঙ্গে বৈঠক করবেন। জানা গিয়েছে, বৈঠক হবে ভিডিয়ো কনফারেন্সিংয়ে।
সুব্রত বক্সির এই ঘোষণার পর নতুন করে প্রশ্ন উঠেছে, তবে কি নিজেকে দলের অন্যান্য শীর্ষনেতাদের থেকে আলাদা প্রমাণ করতে চাইছেন অভিষেক? তাই কি এদিনের বৈঠকে গরহাজির থেকে আলাদা বৈঠক ডাকলেন তিনি? সুব্রত বক্সির নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে বলে স্পষ্ট ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে তাঁকে এড়িয়ে কী ভাবে বৈঠক ডাকলেন অভিষেক? রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, ১৫ মার্চের বৈঠকে কারা হাজির থাকেন তার ওপর নির্ভর করছে তৃণমূলের সমীকরণ