নারী দিবসের ৫০ বছরে নতুন স্লোগান তৃণমূলের, রবীন্দ্রসদন থেকে হবে বিরাট মিছিল
হিন্দুস্তান টাইমস | ০৬ মার্চ ২০২৫
প্রত্যেক বছরই বিশ্ব নারী দিবসে রাজপথে পদযাত্রার আয়োজন করে তৃণমূল মহিলা কংগ্রেস। একাধিকবার এই মিছিলে অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নারী দিবসের ৫০ বছরে এবার নয়া স্লোগান তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। এই স্লোগানকে এবার সামনে রেখে রাজপথে নামবে তৃণমূল মহিলা কংগ্রেস। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে রবীন্দ্রসদন থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল হবে। সেখান থেকে উচ্চস্বরে শোনা যাবে এই নয়া স্লোগান। মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে এই মিছিলে পা মেলাবেন হাজার হাজার মহিলা। আর হাতে মাত্র দু’দিন। তারপরই পালিত হবে আন্তর্জাতিক নারী দিবস।
এদিকে শনিবার বিকেল ৪টের সময় হবে এই তৃণমূল মহিলা কংগ্রেসের মিছিল। তাছাড়া প্রত্যেক জেলায় কর্মসূচি নিচ্ছে তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠন। এখন মহিলা ভোট ব্যাঙ্ক সাম্প্রতিক একাধিক নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে সাফল্য এনে দিয়েছে। ২০২৬ সালে বাংলায় বিধানসভা নির্বাচন রয়েছে। তার প্রাক্কালে মহিলাদের সামাজিক পরিষেবা ইস্যুকে সামনে রেখেই এই কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস। সুতরাং এই আবহে এমন পদযাত্রা একটা পৃথক রাজনৈতিক তাৎপর্য বহন করবে বলে মনে করা হচ্ছে। এই মিছিলের মধ্যে দিয়েই তুলে ধরা হবে বাংলার সংস্কৃতি। সেখানে থাকবে বাউল–সহ একাধিক লোকসংস্কৃতির প্রতিনিধিত্ব।
অন্যদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বেশিরভাগ মহিলাদেরই ‘কাছের মানুষ’। আর এই মহিলা ভোটব্যাঙ্ক যে তৃণমূল কংগ্রেসের একটা বড় ভরসা সেটা বিরোধীরাও জানেন। তার উপর লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে রূপশ্রী, কন্যাশ্রী প্রকল্প মহিলাদের জীবনে পৃথক ছাপ ফেলেছে। এই একের পর এক প্রকল্প বাংলার মহিলাদেরকে সামনে রেখেই গড়ে তোলা হয়েছে। আন্তর্জাতিক নারী দিবসেও তাই রাজ্যের মহিলাদের কাছে পৌঁছনোর জন্য বিশেষ কর্মসূচি নিল তৃণমূল কংগ্রেস। যার টার্গেট মহিলা ভোটব্যাঙ্ক। রাজ্যের মহিলা ভোটারদের সঙ্গে নিবিড় জনসংযোগ গড়ে তুলতে বিশেষ এই দিনটিকেই বেছে নেওয়া হয়েছে।
এছাড়া নারীশক্তিকে সামনে রেখেই ২০২৬ সালের ভোটযুদ্ধে নামতে চায় তৃণমূল কংগ্রেস। এবার আন্তর্জাতিক নারী দিবসে তাই স্লোগান করা হয়েছে, ‘নারীদিবস ৫০ বছরে, দিদি বাংলার ঘরে ঘরে।’ মিছিলের থিমও সেভাবেই করা হয়েছে। রাজ্যের অর্থ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, যেহেতু উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে এখন তাই মাইক ছাড়াই হবে মিছিল। তৃণমূল কংগ্রেস মহিলাদের সবসময় গুরুত্ব দিয়ে থাকে। তাঁদের প্রথমসারিতে নিয়ে এসেছে। তৃণমূল কংগ্রেসই একমাত্র দল যাদের সবচেয়ে বেশি মহিলা সাংসদ রয়েছে। লোকসভায় প্রায় ৩৯ শতাংশ। আর এভাবেই আগামী শনিবার জনসংযোগে আরও একধাপ এগিয়ে থাকতে চায় তৃণমূল কংগ্রেস।