• আদালতের টনিক পড়তেই ব্রাত্য - ওমপ্রকাশের বিরুদ্ধে মামলা করল পুলিশ
    হিন্দুস্তান টাইমস | ০৬ মার্চ ২০২৫
  • কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশে যাদবপুরে আহত পড়ুয়া ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করতে বাধ্য হল পুলিশ। বুধবার এই মামলার শুনানিতে রাজ্যকে তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। রাজ্য প্রশাসনকে রাজধর্ম স্মরণ করিয়ে বিচারপতি বলেন, দেখবেন আমাদের রাজ্যের পরিস্থিতি যেন প্রতিবেশী রাষ্ট্রের মতো হয়ে না যায়।

    বুধবার যাদবপুর কাণ্ড নিয়ে দায়ের মামলার শুনানিতে আদালতে উঠে আসে যে ছাত্রছাত্রীদের বিরুদ্ধে ৭টি FIRএর ভিত্তিতে মামলা দায়ের হলেও যার গাড়ির নীচে চাপা পড়ে ছাত্র আহত হয়েছে তার বিরুদ্ধে কোনও মামলা দায়ের হয়নি। এর পরই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, রাজ্য প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে। একজনের গাড়ির নীচে চাপা পড়ে এক ছাত্র আহত হল অথচ সেই ছাত্রের অভিযোগের ভিত্তিতে পুলিশ এখনও মামলা করল না কেন? আহত ছাত্র ইন্দ্রানুজ রায় যে অভিযোগপত্র পুলিশকে জমা দিয়েছেন সেটিকেই FIR বলে ধরে নিয়ে আজই মামলা করতে হবে। আদালতের নির্দেশে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে খুনের চেষ্টা, শ্লীলতাহানিসহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করতে বাধ্য হয়েছে পুলিশ। আদালতের নির্দেশ অনুসারে এই অভিযোগের তদন্ত কতদূর এগোল তা আগামী বুধবার আদালতে রিপোর্ট দিয়ে জানাতে হবে পুলিশকে।

    গত রবিবার তৃণমূলের অধ্যাপক সংগঠনের সভায় যোগদান করতে গিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রবিক্ষোভের মুখে পড়েন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন করার দাবিতে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন পড়ুয়ারা। অভিযোগ, তখনই পড়ুয়াদের ধাক্কা দিয়ে গাড়িতে উঠে পড়েন ব্রাত্য। তাদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেন তাঁর গাড়ির চালক। তখনই ব্রাত্যর গাড়ির নীচে চাপা পড়েন ইংরাজি বিভাগের প্রথমবর্ষের ছাত্র ইন্দ্রানুজ রায়।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)