• মা উড়ালপুলে ৫ ঘণ্টা যান চলাচল বন্ধ, জানুন সময়সূচি
    এই সময় | ০৬ মার্চ ২০২৫
  • মা উড়ালপুলে বৃহস্পতিবার থেকে রাতে পাঁচ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকবে। রক্ষণাবেক্ষণের কাজের জন্যেই ফ্লাইওভারে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মা উড়ালপুলের পূর্ব অভিমুখে পার্ক সার্কাস থেকে বাইপাস অংশে রক্ষণাবেক্ষণের কাজ করবে কেএমডিএ। 

    কলকাতা ট্রাফিক পুলিশের তরফে একটি নির্দেশিকায় জানানো হয়েছে, বৃহস্পতিবার থেকে রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত সমস্তরকম যান চলাচল বন্ধ রাখা হচ্ছে। রক্ষণাবেক্ষণের কাজ শেষ না হওয়া পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে। সেক্ষেত্রে ওই পাঁচ ঘন্টা মা ফ্লাইওভারগামী গাড়িগুলিকে বিকল্প রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে সমস্ত গাড়ি মা উড়ালপুল ধরে ইএম বাইপাস রোড ধরতে চাইবে, তাদের পার্ক সার্কাস সেভেন্ট পয়েন্ট ক্রসিং, সুরাবর্দি অ‍্যাভিনিউ, দরগা রোড, চার নম্বর ব্রিজ হয়ে বাইপাস রোড ধরতে পারবে। 

    প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে জানুয়ারি মাসেও রাতে মা উড়ালপুল দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। গত কয়েক মাসে মা উড়ালপুল একের পর এক দুর্ঘটনায় চিন্তিত হয়ে পড়ে কলকাতা ট্রাফিক পুলিশ বিভাগ। কয়েকদিন আগেই মা উড়ালপুলে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাইক যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে কলকাতা ট্রাফিক পুলিশ। পরবর্তীকালে একটি প্রশাসনিক বৈঠকে এই সিদ্ধান্তের ব্যাপারে আপত্তির কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ধমকের পরেই সেই নির্দেশ বাতিল করা হয়। 

  • Link to this news (এই সময়)