‘ভূতুড়ে ভোটার’-এর অভিযোগ নিয়ে তোলপাড় গোটা রাজ্য। ভোটার তালিকায় গরমিলের অভিযোগ উঠে আসছে বিভিন্ন জেলা থেকে। এ বার জীবিত ব্যক্তিকে ভোটার তালিকায় ‘মৃত’ বলে দেখানোর অভিযোগ উঠল মুর্শিদাবাদে। তালিকা সংশোধন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানানোর আশ্বাস দিলেন স্থানীয় বিধায়ক।
ভোটার তালিকায় গরমিল থাকার অভিযোগ তুলেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় জেলায় তৃণমূল নেতৃত্বকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিলেন। সেইমতো হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ এ দিন সকালে নিজের এলাকা পরিদর্শনে বের হয়েছিলেন।
মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের হুমাইপুর অঞ্চলের প্রদীপডাঙা এলাকায় পরিদর্শনে গিয়ে রফিকুল শেখ নামে এক ব্যক্তির খোঁজ নেন বিধায়ক। তাঁর নাম তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। বিষয়টি জেনেই বিস্মিত হয়ে যান রফিকুলের পরিবারের লোকজন। তাঁদের দাবি, রফিকুল তো জীবিত। জীবিত মানুষকে মৃত বলে ঘোষণা করা হয়েছে ভোটার তালিকায়। ওই পরিবারের দাবি, রফিকুল শেখ বর্তমানে হায়দরাবাদে কর্মসূত্রে রয়েছেন। কিন্তু তাঁকে ভোটার তালিকায় মৃত বলে দেখানো হয়েছে। রফিকুলের সঙ্গে ভিডিয়ো কলের মাধ্যমে কথাও বলেন বিধায়ক।
রফিকুলের মা বলেন, ‘আমার ছেলে তিন মাস আগে বাইরে কাজে গিয়েছে। সেখানেই আছে। অথচ ভোটার তালিকায় তাঁকে মৃত বলে দেখানো হয়েছে। কেন জানি না।’ বিষয়টি দেখে হতবাক বিধায়ক নিজেও। বিধায়ক বলেন, ‘ওঁর নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। অথচ ওঁর সঙ্গে আজকে ফোনে আমরা কথা বলেছি। এখানে তাঁর মা, পরিবারের সকলে রয়েছেন। কেন এঁকে মৃত ঘোষণা করা হলো জানি না, আমরা তালিকা সংশোধনের জন্য আবেদন করব।’