সাঁতরাগাছি স্টেশনের আধুনিকীকরণ এবং প্রি-ইন্টারলকিং ও ইন্টারলকিংয়ের কাজ চলবে। দক্ষিণ-পূর্ব রেলওয়ের খড়্গপুর ডিভিশনের অধীনে ওই কাজ চলবে। ৩০ এপ্রিল থেকে ১৮ মে, টানা ১৯ দিন ধাপে ধাপে চলবে এই কাজ। সেই কারণেই টানা এই ১৯ দিন খড়্গপুর ডিভিশনের অধীনে হাওড়া-খড়্গপুর লাইনে প্রায় ২০০টি লোকাল ট্রেন এবং প্রায় ২৭টি এক্সপ্রেস ট্রেন বাতিল করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও, একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। বেশ কিছু ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় একটি প্রেস বিবৃতি জারি করে গোটা বিষয়টি জানানো হয়েছে খড়গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএম-র পক্ষ থেকে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২ মে থেকে ১৮ মে-র মধ্যে প্রায় ২৭টি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হচ্ছে। সময় পরিবর্তন করা হচ্ছে ১৫টি এক্সপ্রেস ট্রেনের এবং লোকাল, এক্সপ্রেস মিলিয়ে প্রায় ২৪টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে।
৩০ এপ্রিল থেকে ১৮ মে-র মধ্যে মোট ২১২টি লোকাল ট্রেন বাতিল করার কথা ঘোষণা করা হয়েছে। এর মধ্যে, ১৭ মে সর্বাধিক ৫৮টি লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে। ৩ মে ২১টি, ৭ মে ১৯টি, ১১ মে ৩৬টি এবং ১৮ মে ৩২টি লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে। এই সময়ের মধ্যে ১২, ১৩ ও ১৪ মে লোকাল ট্রেনের পরিষেবা স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে।
কবে, কতগুলি লোকাল ট্রেন বাতিল?
৩০ এপ্রিল: ৪
১ মে: ৬
২ মে: ৩
৩ মে: ২১
৫ মে: ৪
৬ মে: ১
৭ মে: ১৯
৮ মে: ১
৯ মে: ৬
১০ মে: ৫
১১ মে: ৩৬
১৫ মে ও ১৬ মে: ৮
১৭ মে: ৫৮
১৮ মে: ৩২
লোকাল ট্রেন স্বাভাবিক:
১২, ১৩ ও ১৪ মে লোকাল ট্রেনের পরিষেবা স্বাভাবিক থাকবে।