• গৃহস্থালির রান্নার গ্যাসের ব্যাপক বেআইনি ব্যবহার, পর্দাফাঁস বর্ধমানে
    এই সময় | ০৭ মার্চ ২০২৫
  • গৃহস্থের রান্নাঘরে ব্যবহৃত সিলিন্ডার অন্য কাজে লাগানো হচ্ছে। সেখান থেকে গ্যাস গাড়িতে ভরার অভিযোগ। বর্ধমানের রায়না থেকে কয়েকটি গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করেছে জেলা দুর্নীতি দমন শাখা। গ্যাস ভরার একটি মেশিন ও পাইপ বাজেয়াপ্ত করা হয়েছে। এই কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দু’জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম অনীশকুমার মণ্ডল ও প্রশান্ত মালিক।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে বর্ধমান-আরামবাগ রোডের শ্রীধর গ্রামে একটি রাইসমিলের ঘরে হানা দেয় দুর্নীতি দমন শাখা। সেখান থেকেই দু’টি কোম্পানির ৩০টি গৃহস্থালির কাজে ব্যবহৃত খালি সিলিন্ডার ও পাঁচটি ভর্তি সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়। 

    অভিযোগ, গৃহস্থালির কাজে ব্যবহৃত সিলিন্ডার থেকে গ্যাস গাড়িতে ভরা হতো। এ ছাড়াও অন্যান্য কাজেও সিলিন্ডার থেকে ব্যবসায়িক কাজে গ্যাস ভরা হতো। দীর্ঘদিন ধরেই এই অবৈধ কাজ চলত বলে জানা গিয়েছে।

    জেলা দুর্নীতি দমন শাখার ইনসপেক্টর দেবাশিস নাগ রায়না থানায় অভিযোগ দায়ের করেছেন। জানা গিয়েছে, ধৃতদের মধ্যে অনীশকুমার মণ্ডলের বাড়ি রায়না থানার সেহারাবাজারে। প্রশান্ত মালিকের বাড়ি সেহারা গ্রামে। ধৃতদের বৃহস্পতিবার বর্ধমান আদালতে পেশ করা হলে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ৭ মার্চ ধৃতদের ফের আদালতে পেশের নির্দেশ দেয় আদালত।

  • Link to this news (এই সময়)