• হাওড়ার উপস্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা নিয়ে ভুরিভুরি অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের
    এই সময় | ০৭ মার্চ ২০২৫
  • বাগনানের এক উপস্বাস্থ্য কেন্দ্র নিয়ে অভিযোগ স্থানীয়দের। অভিযোগ, প্রসূতি ও শিশুদের ভুল ভাবে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে। উপস্বাস্থ্য কেন্দ্রের ANM অপারদর্শী বলে অভিযোগ জানিয়েছিলেন স্থানীয়রা। বৃহস্পতিবার দুপুরে উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা। শেষমেশ অভিযুক্ত এএনএমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ তোলা হয়। 

    ব্লক স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, বাগনান-১ ব্লকের একটি উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে। যেখানে বহু প্রসূতি এবং শিশু চিকিৎসা করাতে আসেন। শিশুদের বিভিন্ন টিকা দেওয়া হয়। অভিযোগ, উপস্বাস্থ্য কেন্দ্রে ঠিকঠাক পদ্ধতিতে ইঞ্জেকশন দেওয়া হয় না। ইঞ্জেকশন দেওয়ার পরে কখনও শিশুর হাত ফুলে যাচ্ছে, কখনও পা ফুলে যাচ্ছে। গত বুধবার এক মহিলা ইঞ্জেকশন নেওয়ার জন্য স্বাস্থ্য কেন্দ্রে যান। অভিযোগ, তাঁকেও সঠিক ইঞ্জেকশন দেওয়া হয়নি। বিষয়টি জানাজানি হতে বৃহস্পতিবার ওই স্বাস্থ্য কেন্দ্রে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।

    বিষয়টি জানানো হয় ব্লক স্বাস্থ্য আধিকারিক শেখ সানাউল্লাহকে। স্থানীয় বাসিন্দা সুরজিৎ দাস বলেন, ‘এই স্বাস্থ্যকেন্দ্রের এএনএমের বিরুদ্ধে এর আগেও অভিযোগ উঠেছিল। ভুলভাবে ইঞ্জেকশন দেওয়ার ফলে দু’টি শিশুকে বেসরকারি নার্সিংহোমে ভর্তি পর্যন্ত করতে হয়েছিল। স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামো ঠিকঠাক থাকলেও পরিষেবা ভালো না হওয়ার কারণে এলাকার মানুষ ঠিকমতো পরিষেবা পাচ্ছেন না।’

    বিক্ষোভের সময় ব্লক স্বাস্থ্য বিভাগ থেকে কর্মীরা এলে তাঁদেরকেও ঘিরে বিক্ষোভ দেখানো হয়। পরে ব্লক স্বাস্থ্য আধিকারিক ভিডিয়ো কলে ওই অভিযুক্ত এএনএমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বিষয়টি নিয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক শেখ সানাউল্লাহ বলেন, ‘একটা লিখিত অভিযোগ আমাদের কাছে এসেছে।  বিষয়টা তদন্ত করে দেখা হচ্ছে।’

  • Link to this news (এই সময়)