• লকআউট কারখানার শ্রমিক নিমাই কোথায় পেল এত টাকা?রহস্য 'দ্যা ডিসিশন’-এ ...
    আজকাল | ০৭ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: হঠাৎই বন্ধ হয়ে গেল কারখানা। ভেসে গেল কয়েকশো পরিবার। তাদের মধ্যেই ছিল নিমাই নামে এক শ্রমিক। এই ছবি  নিমাই চরিত্রকে কেন্দ্র করেই তৈরি করা হয়েছে। কাজ হারিয়ে কিছুদিন কষ্টে কাটলেও, আচমকাই একদিন নিমাই বেশ কিছু টাকা তুলে দেয় বউয়ের হাতে। এরপরেই শর্টল্ফিমটি রহস্য সৃষ্টি করে। 

    পেশায় লোহা কারখানার শ্রমিক নিমাই। রোজকারের মতো সেদিনও  কারখানায় গিয়েছিল। পৌঁছতেই সে দেখে কারখানার গেটে তালা ঝুলছে। ইউনিয়নের নেতারাও কারখানা চত্বরে অবস্থান বিক্ষোভ করতে শুরু করেছে। শ্রমিক নিমাইয়ের মাথায় আকাশ ভেঙে পড়ে। নিমাই বাড়ি ফেরে। তার বউ তাকে আশ্বস্ত করে যে, ক’দিনের মধ্যেই কারখানা খুলে যাবে। এরপর দু’মাস কেটে যায় , তবুও কারখানা চালু হয় না। কোনও উপায় না পেয়ে নিমাই ঠিক করে তার একমাত্র সম্বল পৈতৃক বাড়িটাও বিক্রি করে দেবে। এরইমাঝে সংসার টিকিয়ে রাখতে ধূপকাঠি বিক্রি করে রোজগারের চেষ্টা করেছিল নিমাই। কিন্তু সেই চেষ্টাও বিফলে যায়। এরপরেই  বাড়ি বিক্রির সিদ্ধান্ত নিতে বাধ্য হয় নিমাই। পরিস্থিতি সামলাতে এবং স্বামীর পাশে দাঁড়াতে কাজ খুঁজতে শুরু করে নিমাইয়ের  স্ত্রী মিত্রা। এরপর মিত্রা রান্নার কাজের সন্ধান পায়। পরেরদিনই স্ত্রীর হাতে বেশ কিছু টাকা তুলে দেয় নিমাই। স্ত্রীর মনে প্রশ্ন জাগে, এত টাকা কোথা থেকে পেল তার স্বামী। যথারীতি হাতে টাকা আসায় ক’দিন ঠিকঠাকই চলে তাদের সংসার। তারপরই গল্প মোড়  নেয়। ট্রেলারে দেখা যাচ্ছে এক মাঝবয়সী ছেলে মিত্রাকে বলে, ‘তোমায় একটা ভিডিও পাঠাব, দেখো। আমার মনে হয় তোমার ভিডিওটা দেখা দরকার।’ তারপর? কোন রহস্য লুকিয়ে রয়েছে ওই ভিডিওতে? জানতে গেলে দেখতে হবে শর্টফিল্ম 'দ্যা ডিসিশন।'

    ইতিমধ্যেই দ্যা ডিসিশন নামে এই ছবি দেশ ও বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেছে। ছবিটি পরিচালনা করেছেন সায়ন বন্দ্যোপাধ্যায়। প্রধান চরিত্রে রয়েছেন নিমাই শাসমল, মিত্রা সেন।
  • Link to this news (আজকাল)