• পরনে খাকি উর্দি, চোখে সানগ্লাস, কথাবার্তায় চৌখস, নকল মহিলা পুলিশ অফিসারকে দেখে হতবাক আসল পুলিশ...
    আজকাল | ০৭ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: পরনে খাকি উর্দি। চোখে সানগ্লাস। ফেসবুক প্রোফাইলের ছবি দেখে মনে হত স্মার্ট পুলিশ অফিসার। আবার মুখের কথায় খই ফুটত। অভিযোগ, এই করেই দিনের পর দিন প্রতারণা করে যাচ্ছিল বীরভূমের রামপুরহাটের পিউ খাতুন নামে এক তরুণী। ফেসবুকে তার পরিচয় ছিল নেহা খান নামে। কিন্তু শেষরক্ষা হল না। গাড়ি ছাড়ানোর নাম করে টাকা নিয়ে শেষপর্যন্ত পুলিশের জালে ধরা পড়ল এই নকল পুলিশ অফিসার। 

    জানা গিয়েছে, নিজেকে বীরভূমের সিউড়ি থানার পুলিশ আধিকারিক হিসেবে পরিচয় দিয়ে নলহাটির বাসিন্দা ইমাম শেখের সঙ্গে আলাপ জমায় পিউ খাতুন। এরপর পুলিশের হাতে ধরা পড়া একটি গাড়ি ছাড়ানোর জন্য সে ইমাম শেখের থেকে ১২ হাজার টাকা নেয়। 

    টাকা দিয়েও গাড়ি না ছাড়ায় ইমাম শেখ এরপর পিউকে ফোন করে। কিন্তু দেখা যায় ফোন বন্ধ রয়েছে। সন্দেহ হওয়ায় ইমাম শেখ সিউড়ি থানার সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন আদৌ এই নামে ওই থানায় কোনও পুলিশকর্মী নেই। 

    মঙ্গলবার বিকেলে মাড়গ্রামের হাসন মোড়ে পিউকে দেখতে পেয়ে টাকা ফেরত চান ইমাম। পিউ অস্বীকার করে। শুরু হয় বচসা। কৌতুহলে আশেপাশে ক্রমেই ভিড় বাড়তে থাকে।‌ শেষপর্যন্ত পুলিশ এসে দু'জনকেই থানায় নিয়ে যায়। জেরায় জেরায় বেরিয়ে আসে আসল তথ্য। বুধবার পিউকে পুলিশ পিউকে গ্রেপ্তার করে। ঘটনায় জামিন অযোগ্য মামলা রুজু করে পুলিশ। এই ঘটনার পাশাপাশি পুলিশ তদন্ত করে দেখছে আরও কাকে কাকে পিউ প্রতারণা করেছে।
  • Link to this news (আজকাল)