ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলার রাজাভাতখাওয়া বনাঞ্চলের মধ্যে দিয়ে যাওয়া রেল পথের ১৬২ নম্বর পিলারের কাছে।
জানা গেছে, বৃহস্পতিবার এনএফ রেলের পক্ষ থেকে এই রেলপথে বন্য প্রাণীদের সঙ্গে বিশেষত হাতির সঙ্গে ট্রেনের সংঘর্ষ এড়াতে ইন্টুয়ার্স ডিভাইস সিস্টেম নামক একটি প্রযুক্তি রেলপথের পাশে স্থাপনের কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার এনএফ রেলের জেনারেল ম্যানেজার সহ এক উচ্চ পর্যায়ের দল এই নতুন প্রযুক্তি স্থাপনের কাজ পরিদর্শনে আসলে, প্রযুক্তি সঠিকভাবে কাজ করছে কিনা সেটি পরীক্ষা করে দেখার জন্য আগে থেকেই রাজ্য সরকারের বন বিভাগের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দুটি হাতি জোনাকি, মমতাকে নিয়ে আসা হয়েছিল।
নতুন প্রযুক্তির ব্যবহারিক পরীক্ষার জন্য রেলপথে একটি বিশেষ ট্রেন চালানো শুরু হতেই ট্রেনের আওয়াজে বিগড়ে যায় লাইনের পাশে দাঁড়িয়ে থাকা জোনাকি নামক কুনকি হাতিটি। সেখানে থাকা নতুন প্রযুক্তি স্থাপনের কাজ করতে আসা বিটকম সংস্থার কর্মী সন্দীপ চৌধুরিকে আক্রমণ করে। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় এই প্রযুক্তি সংস্থার কর্মীর।
পোষ্য হাতির এমন আক্রমণের ঘটনায় কার্যত বাকরুদ্ধ হয়ে পড়েন ঘটনাস্থলে উপস্থিত রেলের জেনারেল ম্যানেজার সহ আলিপুরদুয়ার রেল ডিভিশনের অন্যান্য পদস্থ কর্তারা। ঘটনা প্রসঙ্গে আরপিএফ আধিকারিক জানান, ডেমনস্ট্রেশন দেওয়ার কাজ শুরু করতেই ট্রেনের আওয়াজে হঠাৎ ক্ষেপে ওঠে বন বিভাগের হাতিটি এবং ওই সংস্থার কর্মীকে পা দিয়ে পিষে ফেলে।