রাজার শহর কোচবিহারে এবার জঞ্জাল ফেললেই রাজকীয় জরিমানা, সর্বোচ্চ অঙ্ক ১ লক্ষ টাকা
আজকাল | ০৭ মার্চ ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: নিয়ম না মেনে কোচবিহার পৌরসভার যেখানে সেখানে নোংরা বা জঞ্জাল ফেললেই ১০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। বৃহস্পতিবার কোচবিহার শহরের বিভিন্ন অলি গলিতে 'নির্মল' 'বন্ধু'দের নিয়ে বাড়ি থেকে আবর্জনা সংগ্রহের পাশাপাশি বিষয়টি মাইকে ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার পরেই গোটা শহর জুড়ে হইচই শুরু হয়ে গিয়েছে।
কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন, গত তিন বছর ধরে সাধারণ মানুষকে সচেতন করতে অভিযান চালানো হচ্ছে। বাড়িতে দুটো করে আবর্জনা রাখার জন্য বালতি দেওয়া হয়েছে। একটিতে কঠিন বর্জ্য, অপরটিতে পচনশীল বর্জ্য রাখার পরামর্শ দেওয়া হয়েছে। তা সত্বেও দেখা যাচ্ছে অনেকেই সেই নিয়ম মানছেন না। বাড়ির সামনে রাস্তার ধারে বা নিকাশি নালায় সেটা ফেলে দিচ্ছেন। কোচবিহার শহরকে হেরিটেজ শহর হিসেবে ঘোষণা করা হয়েছে। তাই তাকে নির্মল শহর করতে জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই কারনে ২০টি ওয়ার্ডে বাসিন্দাদের সচেতন করতে নির্মল বন্ধুদের ২৪টি মাইক দেওয়া হয়েছে প্রচার করার জন্য। এটা নিয়মিতভাবে করা হবে।
রবীন্দ্রনাথ বলেন, 'এবিষয়ে সচেতন হওয়ার জন্য আমরা কিছুদিন সময় দেব। কিন্তু তারপর যদি দেখি তাঁরা সচেতন হচ্ছেন না তাহলে তাঁদের নুন্যতম ১০ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। রাজার শহর কোচবিহারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই এই উদ্যোগে নেওয়া হয়েছে।'
উল্লেখ্য, কোচবিহার পৌরসভার ২০টি ওয়ার্ড রয়েছে। কোচবিহার শহরে লোকসংখ্যা প্রায় ১ লক্ষ ২০ হাজারের বেশি। এই অবস্থায় পৌরসভার পক্ষ থেকে শহরের সমস্ত অলিগলি ও বাড়ি থেকে নিয়মিত আবর্জনা সংগ্রহ করেন নির্মল বন্ধুরা। অভিযোগ, এর পরেও বাসিন্দারা চুপিসারে রাস্তার পাশে নোংরা আবর্জনা ফেলে দিচ্ছেন। যার জন্য শহর নোংরা হওয়ার পাশাপাশি দৃশ্য দূষণও হচ্ছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে। সেজন্যই কঠোর সিদ্ধান্ত নিয়েছে পৌরসভা। এবিষয়ে ১৪নং ওয়ার্ডের এক বাসিন্দা জানান, কোচবিহার পৌরসভা এতদিন পর একটা ভালো উদ্যোগ নিয়েছে। বিষয়টিকে আমরা স্বাগত জানাচ্ছি। তবে পৌরসভার নির্মল বন্ধু ও সাথীদের কাছে আবেদন নিয়মিত বাড়িতে এসে আবর্জনা নিতে হবে।