অয়ন ঘোষাল: জি ২৪ ঘণ্টার খবরের জের। কেন বাস রুট বন্ধ? বাস মালিকদের সঙ্গে বৈঠক করলেন পরিবহণ সচিব। 'সরকার ব্যাপারটা গুরুত্ব দিয়েছেন', বলছেন বাস মালিক সংগঠনের প্রতিনিধিরা।
সড়কপথে ভোগান্তি। কলকাতায় এখন বিলুপ্তির পথে ৪০ বাস রুট। চরম ভোগান্তিতে নিত্য়যাত্রীরা। এই খবর সম্প্রচারিত হয়েছিল জি ২৪ ঘণ্টায়। এরপর খোদ মন্ত্রীর নির্দেশে পদক্ষেপ করলেন পরিবহণ সচিব। আজ, বৃহস্পতিবার বাস মালিক সংগঠনের প্রতিনিধিদের বৈঠকে ডেকেছিলেন তিনি।
কী আলোচনা হল? বাস মালিক সংগঠনের তরফে জানানো হয়েছে, 'রুটগুলি কেন বিলুপ্ত হচ্ছে? সে বিষয়ে আমাদের তথ্য জানতে চান। আমরা বলেছি, অটো-টোটোর যা দাপট, তাতে হাওড়া জোনটাতে খুবই অসুবিধা হচ্ছে। করোনার পর যে যাত্রী কমেছে, সেই যাত্রীরা ফিরছেন না। পুলিসি জুলুমের কথাও বলেছি'। বলা হয়, সরকার ব্যাপারটা গুরুত্ব দিয়েছেন। সবদিক খতিয়ে দেখছেন যাতে বিকল্প পথ তৈরি করে সমস্যা সমাধান করা যায়। যাত্রী পরিষেবাটা উন্নত করা যায়'।
বাস রাস্তায় অটো চলাচলে অবশ্য কোনও বিধি নিষেধ নেই। কিন্তু দিন দিন বিভিন্ন রুটে যেমন অটোর সংখ্যা, তেমনি বাস রাস্তায় চলছে টোটা, এমনকী ই-রিক্সাও! অথচ বিভিন্ন অলিগলি কিংবা পাড়া থেকে বাস রাস্তা পর্যন্ত যাতায়াতের সুবিধার জন্য চালু হয়েছিল টোটো। ফলে আগে যাঁরা বাসে চড়তেন, তাঁরা টোটোয় যাতায়াত করছেন বলে অভিযোগ।
সূত্রের খবর, শহরের বাস রুট বাঁচাতে টোটো নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দফতর। কীভাবে? প্রতিটি টোটোর গায়ে লাগানো হবে কিউআর কোড দেওয়া স্টিকার। টোটো যাতে কোনওভাবে বাস রাস্তায় যাত্রী পরিষেবা না দিতে পারে, সেদিকে নজর রাখা হবে। পরিবহণমন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী বলেন, 'বেশ কয়েকটি রুটে সত্যিই বাস বন্ধ হয়েছে। কারণ, বিকল্প যানবাহন। আমরা তাঁদের ডেকেছি। ডেকে যেটা করতে চাইছি, সেটা হল তারা বাস চালাতে চাইলে, নতুন রুটে চালাতে চাইলে, যে রুটে যাত্রী হবে, সেই রুটে চালাতে চাইলে, তারা যদি পারমিট আমাদের কাছে চায়, আমরা দ্রুত বাধা ছাড়াই পারমিট দিয়ে দেব। তারা বাস চালাতে পারবে। কোনও অসুবিধা তো নেই। কেউ এখানে বাস চালাতে বাধাও দেয়নি'।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News