• যাদবপুর কাণ্ডের জের? সমস্ত বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের জরুরি বৈঠকে ডাকলেন রাজ্যপাল
    প্রতিদিন | ০৭ মার্চ ২০২৫
  • রমেন দাস: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নজিরবিহীন অশান্তির জেরে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়েও বেড়েছে উদ্বেগ। এই পরিস্থিতিতে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বৈঠকে ডাকলেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। সূত্রের খবর, শুক্রবার বিকেল ৫টা নাগাদ রাজভবনে উপাচার্যদের আলোচনার জন্য ডাকা হয়েছে। তবে এই মুহূর্তে যাদবপুরের উপাচার্য ভাস্কর গুপ্ত হাসপাতালে চিকিৎসাধীন। ফলে রাজ্যপালের বৈঠকে তাঁর উপস্থিত হওয়া নিয়ে অনিশ্চয়তা থাকছে।

    গত শনিবার ওয়েবকুপার বার্ষিক সভা ঘিরে যাদবপুর বিশ্ববিদ্যালয় নজিরবিহীন অশান্তির সাক্ষী ছিল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে কার্যত তাণ্ডবলীলা চলে সেখানে। অভিযোগ ওঠে বাম, অতিবাম একাধিক ছাত্র সংগঠনের বিরুদ্ধে। আক্রান্ত হতে হয় শিক্ষামন্ত্রী, উপাচার্যকেও! আহত হন একাধিক পড়ুয়াও। সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, রাজ্যের রাজ্যপাল এবং বিশ্ববিদ্যালয়ের আচার্য বিষয়টি নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের কাছ থেকে রিপোর্ট চেয়েছিলেন আচার্য সিভি আনন্দ বোস। সেই রিপোর্ট রাজভবনে পাঠানো হয়েছে বলে সূত্রের দাবি। এছাড়া ছাত্র এবং শিক্ষকদের কাছ থেকেও একটি রিপোর্ট পৌঁছেছে রাজভবনে। সেসব খতিয়ে দেখে আলোচনার জন্য রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য শুক্রবার উপাচার্যদের জরুরি বৈঠক ডেকেছেন  বলে জানা গিয়েছে সূত্র মারফত। যাদবপুরের ঘটনায় সমস্ত দিক খতিয়ে দেখার জন্য একটি তথ্য অনুসন্ধান কমিটি গঠন করা হচ্ছে বলেও খবর।

    উল্লেখ্য, এর আগেও একাধিক বিশ্ববিদ্যালয়ে গন্ডগোল মেটাতে উপাচার্যদের নিয়ে বৈঠকে বসেন রাজ্যপাল। কারণ, পদমর্যাদা বলে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য তিনিই। এবারও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নিয়োগে রাজ্য  সরকারের সুপারিশে সিলমোহর দিয়েছিলেন সিভি আনন্দ বোস। তবে সম্প্রতি যাদবপুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছিলেন তিনি। সেই রিপোর্টের পাশাপাশি পড়ুয়াদের তরফে একটি লিখিত বিবৃতি রাজভবনে পাঠানো হয়েছে বলে খবর। সেসব নিয়েই শুক্রবার উপাচার্যদের বৈঠকে আলোচনার সম্ভাবনা। 
  • Link to this news (প্রতিদিন)