দেবাশিস দাস
কলকাতায় এ বার আঠায় আটকে থাকবে রাস্তার পিচ। রাস্তা সারানোর কাজে বিশেষ এক ধরনের আঠার ব্যবহার করবে কলকাতা পুরসভা। মূলত বর্ষার মরশুমের পরে কলকাতায় খন্দময় রাস্তা নিয়ে প্রতি বছরই অস্বস্তিতে পড়তে হয় পুরসভাকে। প্রতি বছর পুজোর আগে কলকাতা পুলিশের পক্ষ থেকে খারাপ রাস্তার তালিকা দেওয়া হয় পুরসভাকে।
সেই তালিকা ধরে রাস্তা সারানো হয়। অনেক সময়ে দেখা যায়, পুজো শেষ হতে না হতে সেই রাস্তা ফের খন্দে ভরে গিয়েছে। রাস্তা কী করে টেকসই হবে, সেই উপায় খুঁজছিলেন পুরসভার সড়ক বিভাগের ইঞ্জিনিয়াররা। আপাতত এই পরিকল্পনাকে কার্যকর করতে ওই বিশেষ আঠার পরীক্ষামূলক প্রয়োগ করা হবে। সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গিয়েছে, যান্ত্রিক পদ্ধতিতে তৈরি এই বিশেষ ধরনের আঠাকে বলা হয় ‘মেকানইজড ম্যাস্টিক।’ সড়ক বিভাগের আধিকারিকরা জানাচ্ছেন, এই মেকানাইজড ম্যাস্টিক প্রয়োগ করে সুফল পেয়েছে দেশের অনেক পুরসভা। তাই কলকাতার রাস্তাকেও টেকসই করতে এই পদ্ধতিকে বেছে নেওয়া হয়েছে। চলতি বছরেই এই পদ্ধতির প্রয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চলতি বছরে শ্যামাপ্রসাদ মুখার্জি রোডের হাজরা মোড় থেকে টালিগঞ্জ রেল ব্রিজ পর্যন্ত রাস্তা সারাইয়ের কাজে এই বিশেষ ধরনের আঠার প্রয়োগ করা হবে। শহরের এই অংশে রাস্তা সারাইয়ের এই নতুন পদ্ধতি কতটা টেকসই হয় তা দেখার পরেই কলকাতার অন্যান্য রাস্তায় এই পদ্ধতি প্রয়োগ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এই বিশেষ ধরনের আঠা আসবে বিদেশ থেকে। এই উপাদানটি অনেক বেশি পরিবেশবান্ধব। সড়ক বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিকের কথায়, ‘পিচের প্রধান শত্রু হলো জল। তাই বর্ষার পরে শহরের রাস্তা সব থেকে বেশি খারাপ হয়। এই বিশেষ ধরনের আঠা রাস্তার পিচকে এমনভাবে আটকে রাখবে যে, দ্রুত খন্দ বা গর্ত তৈরি হবে না। রাস্তা আগের তুলনায় শুধু টেকসই নয়, অনেক বেশি মসৃণও হবে।’