• ঘুষ না দেওয়ায় ভ্যানচালককে বেধড়ক মারধর? ফের সিভিকের বিরুদ্ধে ‘দাদাগিরি’-র অভিযোগ
    এই সময় | ০৭ মার্চ ২০২৫
  • ঘুষ না দেওয়ায় এক ভ্যান চালককে টেনে হিঁচড়ে ঘরে ঢুকিয়ে বেধড়ক পেটানোর অভিযোগ উঠল। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভেলা বাড়ি নাকা পয়েন্টে। অভিযুক্ত তিন সিভিক ভলান্টিয়ার হরিশ্চন্দ্রপুর থানায় কর্তব্যরত। তাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ভ্যান চালক। 

    অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে নিজের ভ্যানে ব্যবসায়ীদের গোরু ডালখোলা হাট থেকে নিয়ে ফিরছিলেন রুহুল আমীন। হরিশ্চন্দ্রপুরের বাংরুয়া গ্রামের বাসিন্দা তিনি। ভেলা বাড়ি নাকা পয়েন্টে তিন সিভিক ভলান্টিয়ার তাঁর গাড়ি আটকান এবং ১ হাজার টাকা ঘুষ চান। কী কারণে টাকা দিতে হবে, তা জানতে চান রুহুল। কিন্তু সেই জবাব দিতে চাননি সিভিকরা। অভিযোগ, দাবি মতো টাকা দিতে না চাওয়ায় ওই ভ্যান চালককে একটি ঘরের মধ্যে তুলে নিয়ে গিয়ে পেটানো হয়। সেই ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ‘এই সময় অনলাইন’)।



    সিভিক ভলান্টিয়ারদের মারে গুরুতর আহত হয়ে পড়েন ওই ভ্যান চালক। তাঁকে মালদার হরিশচন্দ্রপুর হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর ছাড়া পেয়ে থানায় ওই ৩ সিভিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন রুহুল। 

     চাঁচলের এসডিপিও সোমনাথ সাহা এই ঘটনা প্রসঙ্গে বলেন, ‘পুলিশে অভিযোগ জমা পড়েছে। এওই চেকিং পয়েন্টে সিসিটিভি ফুটেজ লাগানো রয়েছে। তা খতিয়ে দেখা হবে। তবে কাউকে মারধর করা অন্যায়। সেখানে কী ঘটেছিল, তা খতিয়ে দেখা হবে। যদি টাকা চাওয়ার অভিযোগ সত্যি হয় উপযুক্ত পদক্ষেপ করা হবে।'

  • Link to this news (এই সময়)