এই সময়, পুরুলিয়া: রেলের কাজ খতিয়ে দেখতে এসে পুরুলিয়াবাসীকে সুখবর দিলেন দক্ষিণ–পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অনিল মিশ্র। জানালেন, চলতি মাসেই পুরুলিয়া থেকে কোটশিলা ডবল লাইন চালু হয়ে যাবে। নবনির্মিত ডবল লাইনের কাজ খতিয়ে দেখে সন্তোষ প্রকাশ করে জেনারেল ম্যানেজার বলেন, ‘কাজ প্রায় শেষের দিকে। ২০ থেকে ৩১ মার্চের মধ্যে ডবল লাইনের বাকি কাজ সম্পূর্ণ করে দেওয়া হবে। আমরা ২২ থেকে ২৩ মার্চের মধ্যে সিআরএস ইনস্পেকশনের প্ল্যান করেছি।’
সিআরএস বা কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্র ছাড়া নবগঠিত কোনও লাইনে বাণিজ্যিক ভাবে ট্রেন চলাচল করে না। সিআরএস হয়ে গেলেই ডবল লাইনে চলবে ট্রেন।
বুধবার আদ্রা ডিভিশনে এসে পুরুলিয়া থেকে কোটশিলা হয়ে ঝালদা পর্যন্ত পর্যবেক্ষণ করেন অনিল মিশ্র। তাঁর সঙ্গে ছিলেন আদ্রার ডিআরএম সুমিত নারুলা, রাঁচির ডিআরএম জসমিত সিং বিন্দরা ছাড়াও উচ্চ পদস্থ রেলের আধিকারিকরা। ছিলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোও।
এ দিন বেশ কয়েকটি লেভেল ক্রসিং আন্ডার পাসও ঘুরে দেখেন রেলকর্তারা। অল্প সময়ের মধ্যে রেলের আরও কয়েকটি আন্ডারপাসের কাজও হয়ে যাবে বলে বৃহস্পতিবার সাংবাদিকদের জানান পুরুলিয়ার সাংসদ। তিনি বলেন, ‘পুরুলিয়া শহরের গোশালার কাছে সুফলপল্লিতে ডবল লাইনের কাছে রেলের জমিতে একটি রাস্তা করার দাবি ছিল। সেই জায়গাটি পর্যবেক্ষণ করা হয়েছে। পুরুলিয়া থেকে গৌরীনাথধাম স্টেশনের মাঝে সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ের কাছে একটি ট্রেনের হল্ট করা নিয়েও জেনারেল ম্যানেজারকে জানানো হয়েছে।’
পুরুলিয়া থেকে ঝাড়গ্রাম পর্যন্ত রেলপথের দাবি প্রসঙ্গে সাংসদ বলেন, ‘১২৪ কিলোমিটার এই রেলপথের সার্ভের জন্য রেল আগেই টাকা বরাদ্দ করেছে। তা সম্পূর্ণ হলে রেল থেকেই ঘোষণা করা হবে।’