পূর্ব মেদিনীপুরের হেড়িয়ায় পথ দুর্ঘটনায় মোটরবাইক আরোহীর মৃত্যু। গুরুতর জখম বাইকের অন্য এক আরোহীর। বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে নন্দকুমার-দিঘা ১১৬ নম্বর জাতীয় সড়কের হেড়িয়ায়।
পুলিশ জানায়, মোটরবাইকে কৃষ্ণনগর থেকে হেড়িয়া যাচ্ছিলেন শুভঙ্কর চণ্ডি (২৭) এবং তাঁর বন্ধু শঙ্করপ্রসাদ দলুই। দু’জনের বাড়িই কৃষ্ণনগর এলাকায়। মোটরবাইকের গতি অনেক বেশি ছিল। পিছন থেকে আসা একটি লরি বাইকে ধাক্কা দেয়। তার ফলে জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন শঙ্করপ্রসাদ। বাইক থেকে তিনি ও তাঁর পিছনের আরোহী শুভঙ্কর ছিটকে পড়েন। গুরুতর আহত হন দু’জনেই।
স্থানীয় বাসিন্দারারাই তাঁদের উদ্ধার করে প্রথমে হেড়িয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পরে তাঁদের তমলুক মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসকরা শুভঙ্করকে মৃত বলে ঘোষণা করেন। আপাতত চিকিৎসাধীন শঙ্করপ্রসাদ। তাঁর শারীরিক অবস্থাও সঙ্কটজনক বলে জানা গিয়েছে।
সিসিটিভি ফুটেজ দেখে লরিটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে বলে পুলিশ জানায়। শুভঙ্করের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এই দুর্ঘটনার জেরে বৃহস্পতিবার রাতে বেশ কিছুক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। ওই সময়ে পণ্যবাহী লরির চাপ থাকে সংশ্লিষ্ট জাতীয় সড়কে। যান চলাচল স্বাভাবিক করতে তৎপর হয় পুলিশ। বেশ কিছুক্ষণের চেষ্টায় যানচলাচল স্বাভাবিক হয়।