• বসন্তের দিন ফুরলো, সোমবার থেকেই ভোগান্তি বাড়াবে ভ্যাপসা গরম
    এই সময় | ০৭ মার্চ ২০২৫
  • বসন্তের দিন শেষ হয়ে এল। আগামী সোমবার থেকেই গরমের দাপট বাড়তে পারে। দক্ষিণবঙ্গে নতুন করে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। তবে, উত্তরবঙ্গের জেলাগুলি ভিজতে পারে শনিবার থেকে। শুক্রবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৫ ডিগ্রি সেলসিয়াস কম এবং বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৫ ডিগ্রি কম। সকালের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে যাওয়ায় স্বাভাবিক ভাবেই খুশি সাধারণ মানুষ।

    আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী সোমবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রার পারদ চড়চড় করে বাড়তে চলেছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা মার্চেই ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। জেলায় জেলায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠতে পারে বলে অনুমান আবহাওয়া দপ্তরের। তবে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বর্তমানে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।

    তবে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের চার জেলায়। শুক্র থেকে সোমবার পর্যন্ত দার্জিলিঙে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। চার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে। এই জেলাগুলি হলো দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি। তবে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা খুব একটা বাড়ার সম্ভাবনা নেই আপাতত। মোটের উপর একই থাকবে তাপমাত্রা।

  • Link to this news (এই সময়)