আজকাল ওয়েবডেস্ক: আবহাওয়ার খামখেয়ালিপনা অব্যাহত। শুক্রবার ভোর থেকেই রয়েছে শিরশিরানি ভাব। হাওয়া অফিস জানিয়েছে, আগামী অন্তত দু’দিন এই শীত শীত ভাব বজায় থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তারপর তাপমাত্রা বাড়তে পারে ২ থেকে ৩ ডিগ্রি।
দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতার আকাশ থাকবে পরিস্কার। শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আগামী সপ্তাহ থেকে গরমের অনুভূতি হতে পারে।
দক্ষিণে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ের একাধিক অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার। শনি ও রবি কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
আগামী সপ্তাহেই দোল ও হোলি। হাওয়া অফিস জানিয়েছে, পারদ সোমবার থেকে চড়লেও হোলি অবধি আবহাওয়া মনোরম থাকবে। কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে রাত ও ভোরের দিকে শীতের শিরশিরানি থাকবে।
হাওয়া অফিস জানিয়েছে আগামী সপ্তাহে কলকাতায় ৩৫ ডিগ্রি ও জেলায় জেলায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি পেরিয়ে যেতে পারে। মঙ্গলবারের মধ্যে কলকাতার তাপমাত্রা ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে অনুমান হাওয়া অফিসের। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি। তবে উত্তরবঙ্গে সপ্তাহান্তে হবে বৃষ্টি।
এদিকে, গরম ও অস্বস্তিকর আবহাওয়া রয়েছে গোয়া, কর্নাটক, কেরলে। গোয়াতে তাপপ্রবাহ শুরু হয়েছে। রবিবার থেকে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে গুজরাট ও অন্ধ্রপ্রদেশেও।